গজারিয়ায় রাতের আধারে দুর্বৃত্তের হানায় একাধিক বৃক্ষ কর্তন
মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে গতকাল শনিবার রাতের আধারে দুবৃর্ত্তের হানায় প্রায় ১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগীর করা অভিযোগে হতে জানা যায় ওয়ারিশ সম্পত্তির জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারি শত্রুতা থেকে এই কর্মকান্ড ঘটনা ঘটছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
আজ সরেজমিনে দেখা যায় দুবৃর্ত্তরা এলোপাতাড়িভাবে দা দিয়ে কুপিয়ে ও করাত দিয়ে গাছগুলোকে নির্বিচারে কেটে ফেলে। এই ঘটনায় ফলজ ও ঔষধি শ্রেনীর প্রায় ১০ টি গাছ কেটে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন বলে জানায় ভোক্তভোগী মোঃ শাহ্পরান।
এই বিষয়ে ভোক্তভোগী শাহিনুর আক্তার তার অভিযোগ পত্রে বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত গজারিয়া উপজেলার পৈক্ষারপাড় মৌজায় ৬৯ নং আর.এস খতিয়ান, ২৫৪ নং আর এস দাগ ৩০ শতকের জমির মধ্যে ৫.৮৩ শতাংশ জমিতে মাটি কেটে এই বাগানে ফলজ ও ঔষধি গাছ রোপন করে প্রায় ৫০ বছর যাবৎ দখলে আছি। গতকাল রাতের আধারে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় আমাদের দখল উচ্ছেদের পায়তারা করে শত্রুতা মনোভাব নিয়ে এই নেক্কারজনক কর্মকান্ড ঘটিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এই ঘটনায় পৈক্ষারপাড় গ্রামের মৃত. চাঁন মিয়া মুন্সীর ছেলে মোশারফ হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোসা. রোকেয়া খাতুন (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মোশাররফ হোসেন সাথে মুঠোফোনে বলেন অন্যায়ভাবে আমাকে ফাঁসানো জন্য আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আমি গাছকাটা বিষয় সর্ম্পকে আজ সকালে অবগত হই এবং আমি ও আমার স্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট নই।
এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ মুঠোফোনে বলে এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত কর্মকর্তা পাঠানো হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.