নিজস্ব প্রতিনিধিঃ
খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ ।আমার স্বামীর মোঃ সোহেল ভুঁইয়ার সাথে সাংসারিক মনোমালিন্য থাকায় সে আমার সাথে না থেকে ছোট বউ এর সাথে মেরাদিয়া চান মিয়া গলিতে ময়না বেগমের ১১১,৪ নং বাড়িতে থাকে।

গত ২৪/০৩/২০২৫ তারিখ সোমবার দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় আমি ময়না বেগমের বাড়িতে আমার স্বামীর সাথে দেখা করতে গেলে কথা কাটাকাটি ও আমাকে মারধর করে।এক পর্যায়ে স্বামীর নির্দেশে বাড়ির মালিক ময়না বেগম ও তার ছেলেমেয়ে ভাড়াটিয়া সহ আমার উপর আক্রমণ করে।

ঐ সময় দেশিও ধারালো অস্ত্র ( দা, বটি, লোহার রড নিয়ে এসে তার ছেলে সোহাগ ডাকাত বলে আমার চোখে মরিচের গুঁড়া মেরে মাথায়, হাত ও শরীরের বিভিন্ন অঙ্গে দা দিয়ে কোপ দিয়ে হাত বেঁধে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধোর করতে থাকে।

এসময় আমার চিৎকার শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে ৯৯৯ নং এ যোগাযোগ করে পুলিশ নিয়ে আসে।পুলিশ এসে আমাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে পাঠিয়ে দেয়।চিকিৎসাধীন অবস্থায় থেকে খিলগাঁও থানায় গিয়ে মামলা দায়ের করি।
মামলা দায়েরের পর হতে ময়না ও তাঁর ছেলেমেয়ে সহ বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি-ধামকি দিতে থাকে। আমি পুনরায় থানাকে অবহিত করায় আমার পথ আটকিয়ে মারধোর করে।স্থানিয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমার জীবনের নিরাপত্তার স্বার্থে পুনরায় থানায় যেয়ে জিডি করি।
এরপর থেকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। তারপর আমার বাসায় আমার বৃদ্ধা মাকে রেখে অন্যত্র পালিয়ে বেড়াই। এমতাবস্থায় বাসায় কয়েক দফা কয়েকজন পুলিশ বাসায় এসে খোজাখুজি করে।
আমাকে না পেয়ে মোবাইলে আমাকে জানায় বিবাদী ময়না গং আমার নামে মামলা করেছে। আমার বিরুদ্ধে এই মিথ্যা ও হয়রানি মুলক মামলা থেকে মুক্তি পেতে দৈনিক বাংলার সংবাদ পত্রিকার মাধ্যমে প্রশাসন ও সরকারের নিকট আইনি সহায়তা র জন্য আবেদন জানাই।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.