মু.মেছবাহ উদ্দিন খান
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ((ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, যারা শহরকে ভালোবাসে না, যারা শহরের মানুষকে ভালোবাসে না তারাই খাল দখল করে, মাঠ দখল করে। আজকে আমাদের সময় এসেছে এই সমস্ত দখলবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার।'
সোমবার (২৪ জুন, ২০২৪) রাজধানী হাতিরঝিলের এমফি থিয়েটারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম ( প্লাটিনাম জুবিলি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বলেন, 'অবৈধভাবে জনগণের সম্পত্তি যারা দখল করে তারা গণমানুষের শত্রু। যে কোনো মূল্যে তাদেরকে রুখে দিতে হবে। আর নয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আজীবন অপরাধী হয়ে থাকবো।'
তিনি আরো বলেন, যেখানেই অবৈধ দখল সেখানেই আমরা ছুটে যাব। সাধারণ মানুষ এগিয়ে আসলে কারো সাধ্য নাই দখল করে ঠিক থাকবে। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি।'
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন পতাকা, একটি সার্বভৌম মানচিত্র দেওয়ার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগস্বীকার করেছেন। অথচ নিজের স্বার্থের জন্য আমরা কত কি না করি।'
তিনি জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা গ্রহণের কথা উল্লেখ করেন।
এ সময় তিনি, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের অবদান তুলে ধরেন।
সংস্কৃতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাসিনা বারী চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ। প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত শিল্পী ঐশী, ইমরান, ভজনক্ষ্যাপা সংগীত পরিবেশন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.