আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোর সকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শান্তি পরিবহণের বাসটি ঢাকার গাবতলী থেকে ছেড়ে এসে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল।
আহতদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম, তানিয়া, হাজেরা বেগম, জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম, মো. ইব্রাহিম, হেলপার রমজান আলী ও সুপারভাইজার আজাদ। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিল এবং চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মাহবুবনগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
আরও পড়ুনঃ উখিয়ার পালংখালীতে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
আহত মো. ইব্রাহিম বলেন, রাত ১২টার দিকে বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পরও বাসচালক গতি কমাননি। যাত্রীরা বারবার অনুরোধ করলেও তিনি শুনছিলেন না। চালকের অসাবধানতা ও গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.