শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ
খুলনার ডুমুরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। রবিবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ উলিপুরে ‘কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা ২০২৫’ কৃষকদের মাঝে প্রযুক্তিপ্রদান ও উৎসবমুখর সমাপ্তি
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত উপ পরিচালক শস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি খুলনার সুবির কুমার বিশ্বাস, অতিরিক্ত উপ পরিচালক ( পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি খুলনা মোঃ তৌহিউদ্দীন ভূঁইয়া,
ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা সিনিয়র সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,ডুমুরিয়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস,
ডুমুরিয়া উপজেলা সমবায় সরদার জাহিদুর রহমান, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, শেখ মাহতাব হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব,এফ এম মনির হোসেন,ইউ পি সদস্য মোঃ শফিকুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ,নবলোক কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অধ্যাপক জি এম আমানুল্লাহ, মিমপেস্ক্র কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ ফারুক হোসেন, কৃষক নবদ্বীপ মল্লিক প্রমুখ।।
আয়োজিত এই কংগ্রেস কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং পুষ্টি ও স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই কংগ্রেসে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা অতিথির তাদের বক্তব্যে বলেন কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
পার্টনার প্রকল্পের কার্যক্রম এবং কৃষিক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে অবগত হন। এই ধরনের আয়োজন কৃষকদের জন্য নতুন জ্ঞান ও প্রযুক্তির দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের কৃষি খাতে টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত । পার্টনার কংগ্রেস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১শত জন কৃষক-কৃষানী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.