রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে “জাগো কৃষক, সংঘবদ্ধ হও” — এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যক্তি মালিকানাধীন জমিকে খাস খতিয়ানে রেকর্ড করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম।
আরও পড়ুনঃ ফুলে যেমন মধু ও বিষ, রাজনীতিতেও তাই-হালিম রাজ
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক লিটন কবিরাজ, লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, এবং স্থানীয় কৃষকদের পক্ষে হলোখানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক সাইফুল ইসলাম, এরশাদুল হক ও রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, পয়স্তি ও শীকস্তি আইনের অপব্যাখ্যা দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি খাস খতিয়ানে রেকর্ড করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।
তাঁরা অভিযোগ করেন, কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী মৌজায় বহু কৃষকের ব্যক্তি মালিকানাধীন জমি ভুলভাবে আর.এস. রেকর্ডে খাস খতিয়ান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে এখনো সঠিক সমাধান না হওয়ায় বক্তারা দাবি জানান— সংশ্লিষ্ট মৌজার জমির যাবতীয় কার্যক্রম এস.এ. রেকর্ড অনুযায়ী পরিচালনা করতে হবে এবং সরেজমিন তদন্তের মাধ্যমে বিশেষ ধারা সংযোজন করে প্রকৃত মালিকদের নামে জমি পুনরায় রেকর্ডভুক্ত করতে হবে।
বক্তারা আরও জানান, ভূমির ওপর কৃষকের অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.