রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে কুরবানির হাটে পশু বিক্রির খাজনা আদায়ের রশিদে নির্ধারিত ফি উল্লেখ না করায় মাসুদ রানা (৩৬) নামের এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে উলিপুর উপজেলার দুর্গাপুর পশুর হাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, “সরকারি নির্ধারিত ফি রশিদে স্পষ্টভাবে উল্লেখ না করে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন ইজারাদার।
এটি আইন লঙ্ঘনের শামিল হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।” তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করেন মাসুদ রানা। পরে তিনি মুচলেখা দিয়ে ছাড়া পান।
অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর টহলরত টিমের পক্ষ থেকে জানানো হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।”
এদিকে, স্থানীয়রা জানান, প্রতি বছর কুরবানির মৌসুমে হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এবার প্রশাসনের তৎপরতায় অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাধারণ ব্যবসায়ী ও গরু বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী পশুর হাট বসে।
এসব হাটে নির্ধারিত সরকারি ফি অনুযায়ী খাজনা আদায়ের নিয়ম থাকলেও, অনেক ক্ষেত্রেই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কুরবানির ঈদের আগ পর্যন্ত হাটে নিয়মিত অভিযান চালিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.