মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
“সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে”—এই মূলমন্ত্রকে ধারণ করে ৭১ টেলিভিশন অতিক্রম করলো সাফল্যের ১৩টি বছর। দেশের অন্যতম জনপ্রিয় এই বেসরকারি টেলিভিশন চ্যানেল তাদের ১৪তম বর্ষে পদার্পণ করল অনন্যতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে।
শনিবার (২১ জুন) কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।
কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেলটির কুমিল্লা জেলা প্রতিনিধি এনামুল হক ফারুক। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা।
আরও পড়ুনঃ লামা বনবিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গর্জন গাছগুলো বিলুপ্তির পথে
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয়, তাহলে সমাজ উপকৃত হয়। ৭১ টেলিভিশন সে জায়গায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বরুয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ও ‘বিবেক’ চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। জামায়াত নেতা কামরুজ্জামান ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।
শুভেচ্ছা বক্তারা একমত হয়ে বলেন, ৫ আগস্টের পূর্বে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ প্রমাণ ছাড়াই গণমাধ্যমের ট্রায়ালের শিকার হতো। সেই পুরনো ভুল যেন আর না ঘটে—এই আহ্বান জানান তারা। পাশাপাশি, গণমাধ্যম যেন নিরপেক্ষতা, ন্যায় এবং মানবিকতা বজায় রেখে কাজ করে, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও অংশ নেন শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা, স্থানীয় হাফেজগণ এবং কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সবশেষে কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.