মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
দরিদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের মাছ চাষে উৎসাহিত করতে এবং তাদের জীবিকায় সহায়তা করতে কুমিল্লায় বিনামূল্যে পোনা মাছ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সোমবার সকালে আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ব্র্যাক অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আরবান এরিয়ার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাসনগাছা শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম এবং সহকারী শাখা ব্যবস্থাপক ফাতেমা আক্তার।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় কুমিল্লা-২ অঞ্চলের শাসনগাছা শাখাসহ মোট ২২ টি শাখাতে ৩৩৮ জন চাষীর মাঝে তেলাপিয়া পোনা বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ
একইসাথে কুমিল্লা-১ অঞ্চলের ৮টি শাখায় ১২৫ জন এবং কুমিল্লা-৩ অঞ্চলের ২১টি শাখা অফিসে ২৯৮ জন চাষীর মাঝে বিতরণ করা হয়েছে।
সব মিলিয়ে কুমিল্লা ইস্ট ডিভিশনের আওতাধীন ৫১টি শাখার মাধ্যমে ৭৬১ জন চাষীর মাঝে জনপ্রতি ১০৭০ পিস করে মোট ৮,১৪,২৭০টি পোনামাছ বিতরণ করা হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই কার্যক্রমের মাধ্যমে ইস্ট ডিভিশন কুমিল্লা,লক্ষীপুর ও চাঁদপুরে মোট ১৯৮টি পরিত্যক্ত পুকুরকে পুনরায় মাছ চাষের আওতায় আনা হয়েছে—যা টেকসই কৃষি ও জলজ সম্পদ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীকে মাছ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা মনে করেন, মাছ দেশের গুরুত্বপূর্ণ আমিষের উৎস—এ কারণে এ ধরনের কার্যক্রম পুষ্টি ঘাটতি মোকাবেলায়ও সহায়ক হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.