গাজীপুর প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধে গাজীপুরের কাপাসিয়া টোক ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম কবিরের নেতৃত্বে গত শুক্রবার সকালে উলুসারার ফজলুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ইউপি সদস্য ও যুবলীগ নেতা কবির হোসেন সহ আট জনের নামে অজ্ঞাত নামা আরো পনেরো-বিশ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছে ফজলুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ফজলুল হক তার স্ত্রী মনোয়ারা খাতুনের নামে বাড়ির পার্শ্ববর্তী ৫২ শতাংশ জমি কিনেছেন। শুক্রবার সকালে তার পরিবারের লোকজন নিয়ে ওই জমি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে গেলে কবির হোসেন তার দলবল সহ সেখানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।
এ সময় তারা পনেরোটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রসহ ৩০ থেকে ৩৫ জনের সন্ত্রাসী বাহিনী ফজলুল হকের বাড়িতে হামলা চালায়। কবির হোসেন ও তার লোকজন ফজলুল হকের স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে ফাহিমা আক্তার, পুত্রবধূ সুমাইয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার, ভাতিজি লতিফা আক্তার ও ভাতিজা আশিকুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
আরও পড়ুনঃ কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা
তারা ফজলুল হকের বসত ঘরে হামলা চালিয়ে নগদ ১৩ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও নানা মূল্যবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীর মণ্ডল জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.