
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরে কাপাসিয়া উপজেলার রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অফিস কক্ষে ১৯ নভেম্বর বুধবার
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে
বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ নভেম্বর ২০২৫ তারিখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন শিকদার সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের এ অবস্থান কর্মসূচী ঘোষণা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলে , গত ১২ বছর ধরে ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারি শিক্ষকগণের প্রতি যে প্রশাসনিক বৈষম্য বজায় রয়েছে, তা শিক্ষাক্ষেত্রে গভীর অসমতা ও বঞ্চনার জন্ম দিয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তুলনায় তিন ধাপ নিচের গ্রেডে কর্মরত আছেন যা স্পষ্টতই অবিচার।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, ইবতেদায়ি শিক্ষকেরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান করে জাতীয় শিক্ষার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ তাদের যোগ্যতা, মর্যাদা ও আর্থিক সুবিধা এখনও সঙ্গতিপূর্ণভাবে নির্ধারিত হয়নি। তাই আমরা চাই
ইবতেদায়ি শিক্ষকদের নিয়োগযোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সমান গ্রেড ও মর্যাদা প্রদান এবং মাদ্রাসার সহকারী শিক্ষকদের স্কুল ও কলেজ শিক্ষকদের মতো ৮ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে।
ফোরামের নেতারা জানান, এই প্রস্তাবনাসমূহ ইতোমধ্যেই বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫-এ অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এসব নীতিমালা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে যা বৈষম্যমূলক।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন সিকদার বলেন,
“আমরা বিশ্বাস করি—শিক্ষাক্ষেত্রে বৈষম্য নয়, সমতা ও ন্যায্য স্বীকৃতিই একটি শিক্ষাবান্ধব রাষ্ট্রের ভিত্তি। আগামী ২০ নভেম্বর ২০২৫-এর মধ্যে যদি ইবতেদায়ি শিক্ষকদের যোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ ও বৈষম্যবিহীন নীতিমালা প্রকাশ না করা হয়—তবে আমরা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ ।”
তিনি আরও জানান—দেশের প্রায় ১ লাখ ৮৬ হাজার শিক্ষকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল মোল্যা,সহ-সুপার মোঃ খোরশেদসহ ইবতেদায়ি মাদরাসা ফোরামের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.