কানাডার প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
গত মংগলবার,৭-ই অক্টোবর ২০২৫ দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত কানাডার অটোয়াস্হ সংসদ ভবনের সামনে গণমিছিলের পর কানাডার প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করেছেন গ্বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখা,কুইবেক আওয়ামী লীগ,অন্টারিও আওয়ামী লীগ ও অটোয়া আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,ও মানবাধিকার সংগঠন ।উক্ত গণমিছিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনের মাধ্যমে বক্তব্য প্রদান করে উপস্হিত নেতা-কর্মীদের প্রতি সকল প্রকার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।এবং বাংলাদেশের মানুষ এখন প্রতিনিয়তো নিপিড়িত ও নির্যাতিত হচ্ছেন বল্লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেখ হাসিনা বলেন ,ড. ইউনুস দেশ অস্থিতিশিল করতে আওয়ামীলীগ নেতা কর্মী দিয়ে জেল খানা ভরে অপরাধিদের মুক্ত করে দিচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিশ্বাসীদের নানা ভাবে অপমান করা হচ্ছে।
আওয়ামীলীগ ও ছাত্রলীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন সাবেক প্রধানমন্ত্রী
সাংস্কৃতি কর্মি থেকে সংখ্যালগু কেউই নিরাপদ নেই বলে শেখ হাসিনা বলেন মিডিয়ার স্বাধীনতাও নিয়ন্ত্রীত হয় ইউনুস সেন্টার থেকে।
ভ্যার্চুয়ালী যুক্ত হয়ে শেখ হাসিনা আরো বলেন জঙ্গি-জামাতের সহযোগীতায় অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের জুলুম নিপিড়নের শিকার বাংলার ১৮কোটি মানুষ। স্বাধীনতা বিরোধী দখলদার ইউনুস ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। বার বার আওয়ামীলীগের উপর আঘাত এসেছে, আদর্শকে ধারন করেই আওয়ামীলীগ তা কাটিয়ে উঠেছে। অন্যায়কারী যত শক্তিশালীই হোকনা কেন ঠিকে থাকতে পারবেনা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষেরা তা সহ্য করবেনা। তিনি দলের নেতা কর্মীদের মনোবল শক্ত রেখে কাজ করে যাবার আহবান জানান।
একটি অসাংবিধানিক সরকার অন্যায়ভাবে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যেমনটি ১৯৭১ সালে ইয়াহিয়া খানও করেছিল। আমাদের লক্ষাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করছে। এই দমন-পীড়ন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এটি জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এই দুঃসময়ে আমি দলের নেতাকর্মী এবং শান্তিপ্রিয় জনগণকে বলবো- সাহস হারাবেন না। অতীতের মতো এবারও বাংলাদেশকে রাহুমুক্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর সাহস, ধৈর্য ও বিচক্ষণতার শিক্ষাই আমাদের যুদ্ধ জয়ের অভ্যস্ত।
আওয়ামী লীগের অটোয়াস্হ গণমিছিলে উপস্হিত ব্যক্তিবর্গদের মধ্যে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, কুইবেক(কানাডা) আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী বশীর,অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মুস্তোফা কামাল, অটোয়া আওয়ামী লীগের সভাপতি ড.ওমর শেলীম শের, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা আক্তার জানু, সাধারন সম্পাদক সাজেদা হোসেন, কুইবেক আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক সানজিদা বাবলী,কানাডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম,অটোয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাইফউদ্দিন,অটোয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা সোমা সাইফউদ্দিন,কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিলু,যুগ্ন সাধারন সম্পাদক ইতেরাদ যুবেরী শেলীম, যুগ্ন সাধারন সম্পাদক ইমরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন চৌধুরী(সুইট),যুগ্ন সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুলতান আহমেদ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আব্দুল গাফ্ফার কুইবেক আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুইনুল ইসলাম(লিটন), সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া,যুগ্ন সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী রাশেল, সহ-সভাপতি ওসমান হায়দার বাচ্চু,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর,বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ রানা, বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক,বিশিষ্ট সমাজ সেবক সামসুল করিম,বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আতিকুর রব চৌধুরী, সাবেক ছাত্র নেতা দীদার মাহমুদ ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের সিকদার,বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাজ্জাদুজামান, সমাজ সেবক সাফুয়ান করীম ও সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসান জাহিদ কমল প্রমূখ সহ আরো অনেকে ।
কানাডার বিভিন্ন শহর থেকে শত শত নেতা কর্মী এই সমাবেশে যোগ দেন।বিক্ষোভ সমাবেশে শেষে একটি সারকলীপি কানাডার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান করা হয় ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.