অথই নূরুল আমিনঃ
আমরা কাদের স্বার্থে এই দোষীত রাজনীতি শুরু করেছি। ঘরে ঘরে বিবাদ করে চলেছি। প্রতিবেশির ক্ষতি করছি। বন্ধুকে বন্ধু হত্যা করছে। এই রাজনীতির নামের দোহাই দিয়ে একদল গণহারে চাদাবাজী করে চলেছে। আরেক দল ভূমি দস্যু হয়েছে। সারাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করলে দেখা যায়। প্রতিটা মানুষ যেন একজন আরেকজনের চরম শত্রুতায় পরিণত হয়েছে।
এখানে মানুষের কোনো পরিচয় কারো কাছে পাওয়া যাচ্ছে না। শতভাগ হিংস্র প্রানীর সকল চরিত্র এখানে ঠাই পেয়েছে। জনসভায় ভাষণে একদল আরেক দলকে একেবারে লেংটা করে কাপড় খুলে ইচ্ছে মত গালী গালাজ করা হচ্ছে। একদলের মিটিং মিছিলে আরেকদল বাধা দিচ্ছে।
এখানে খুন খারাপিও হচ্ছে প্রতিনিয়ত। এর মুল উদ্দেশ্য কি? রাজনীতি রাজনীতি করতে করতে আজকে সমগ্র দেশের সবাই নিরাপত্তাহীন হয়ে পরেছি। একদলের লোক অন্যদলের বা অন্য মতাদর্শের লোকেরে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সুযোগ বুঝে একজন আরেকজনের নামে মিথ্যা ও কুৎসা রটনা করা হচ্ছে।
আরও পড়ুনঃ নাসিরনগরে পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে আসামীর পলায়ন , তিন পুলিশ আহত
রাজনীতি অঙ্গনে আজকে সবাই যেন সবার শত্রু হয়ে গেছে। এরকম বিষয়টি কি আদৌ উচিৎ? মানব জীবনের সকল আদর্শ সকল সৌন্দর্য এই রাজনীতি করে করে চলে গেছে । আজকে ঘরে ঘরে সবাই সবার দুশমন হয়ে গেছে। ভাইয়ের সাথে ভাইয়ের দন্দ লেগে আছে। এক প্রতিবেশি আরেক প্রতিবেশির ক্ষতিসাধন করছে।
দিনদিন আমাদের পঞ্চায়েত ব্যবস্থা হারিয়ে যাচ্ছে। একতা হারিয়ে যাচ্ছে। বন্ধুত্ব এবং বন্ধুত্বপূর্ণ আচরণ হারিয়ে যাচ্ছে। আমরা একজন প্রতিবেশির সাথে রাজনৈতিক উদ্দেশ্যে জঘন্যতম খারাপ আচরণ করে চলেছি। ধর মার কাট এরকম ঘটনায় জড়িয়ে পরছি। আমার প্রশ্ন হলো সমগ্র জাতির কাছে। এরকম কেন হলো। আসলে এই ধরনের নীতি আচরণের ফলে আমাদের মনের শান্তি গুলো বিনষ্ট হচ্ছে। আমরা দিনদিন অমানুষ হয়ে যাচ্ছি। এটা আমরা ভাবার সময় টুকু ও পাচ্ছি না।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.