কাজের মেয়ের ভাগ্য
_আর. এম. কারিমুল্লাহ
এই যে সারাদিন গিন্নিমার বাড়িতে হাড়-মাংস কালি করে কাজ করছি তাতে কোনো লাভ হচ্ছে আমার?
কতদিন ,কত্তদিন ধরে গিন্নি মাকে বলছি যে আমার মাইনেটা একটু বাড়ান,এতটুকু তে আমার হচ্ছে না, কিন্তু গিন্নি মা কোনো কথাই শুনছে না!
তিনি তার মতই বিড়বিড় করতে থাকে, এত খাটাখাটি করার পরেও যদি মনের মতো মাইনে না পাই তাহলে কি কাজ করতে ইচ্ছে করে?
আমার শেষ কথা, এ মাসে যদি গিন্নি মা মাইনে না বাড়িয়ে দেন তাহলে আর এখানে থাকবো না, চলে যাব।
আমার কাজের অভাব নেই, এখানে হাড়ভাঙ্গা খাটুনি খেটে লোভ নেই।
চম্পা এক ফেরিওয়ালার মেয়ে, বাবা - মা মারা গেছে ঠিক চার বছর আগে... ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, তাকে নিজের সংসার চালিয়ে যেতে হয় এক বুড়িমার বাড়িতে কাজ করে, কিন্তু সামান্য মাইনে তার পছন্দ হয় না, মাঝে মাঝে রাগে বুড়িমার উপর রেগে গিয়ে আবোল তাবোল বলতে শুরু করে।
এসময় পাশ দিয়ে যাচ্ছিল বুড়ি মা , এসব কথা শুনে থমকে দাঁড়িয়ে বলল-
বা -বা -বা -বাহ্ , এত খুব ভালোই, তা চম্পা কি এখন কাজের সময় হল? ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখতো ক'টা বাজে?
আমি খাবই বা কখন আর ওষুধ খাবই বা কবে! তুই দিন দিন খুব অলস হয়ে যাচ্ছিস, তা আমি চোখে চোখে খেয়াল করছি..........
তোকে কতবার বলেছি যে- আগে রান্না ঘরে ঢুকেই কাজ গুলো করবি তারপর বাড়ির অন্য কাজগুলো......
যেন কথা গুলো গায়ে লাগে, সঙ্গে সঙ্গে রাগম্বিত কণ্ঠে জবাব দেই- শুনুন গিন্নি মা, আমি আমার মতই এখানে কাজ করে যাবো, যদি আপনার কথায় এখানে চলা লাগে তাহলে আমি কাজ ছেড়ে দেব।
আর কত বলব আপনাকে যে - আমার মাইনে একটু বাড়ান...........
আমার এত হচ্ছে না, কিন্তু আপনি আমায় পাত্তা দিচ্ছেন না, যখন আপনি মাইনে বাড়াবেন তখন আপনার কথা গুলো মেনে কাজ করবো, নাহলে আমি যে ভাবে কাজ করবো ঠিক সেই ভাবে আপনাকে মানিয়ে চলতে হবে......।
_ বাহ্ চম্পা বাহ্, তুই তো ভালোই মুখে মুখে তর্ক করা শিখেছিস রে?
আরও পড়ুনঃ ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
শুন আমার কাছে তুই যা চাইবি তাই দেব কিন্তু তোর মাইনে আমি বাড়াতে পারবো না.........., আমি যেটা একবার বলি সেটাই করি।
_ আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগে গিন্নি মা, কিন্তু কি করবো আমি যে নিয়মে বাঁধা, আমার যদি মাইনেটা না বাড়িয়ে দেন তাহলে খুব খারপ জীবনে পড়তে হবে।
_ তুই যাই বলিস চম্পা, তোকে আমি বাড়ি ছেড়ে যেতে দিলেই তো যাবি নাকি? জানিস চম্পা তোকে আমি কতটা ভালোবাসি! তবুও তুই আমার সাথে বক বক করেই যাচ্ছিস।
_ হয়েছে ,খুব হয়েছে, আর আপনাকে অতশত ভাবতে হবে না, আমি জানি আপনি আমায় কতটা ভালো বাসেন,
কিন্তু মাইনে বাড়াবেন না........... যাই হোক, আপনি এখন গিয়ে একটু বিশ্রাম করুন কিছুক্ষন পরে আমি আপনার জন্য খাবার টা রান্না করে নিয়ে আসি কেমন.......!
_ কি রে চম্পা, তুই আমার মনের কথা জানলি কি করে যে- আমি তোকে নিয়ে এটা ভাবছি......।
(মনে মনে নিজেকেই বলছে- আবার প্রশ্ন করছে দ্যাখো মনে হয় এই সব কিছুই জানি না)
_ ওসব আমি জানি গিন্নি মা, আপনার মন কখন কি বলে আমার সব....... অজানা নয়------।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.