মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৯ জন শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
সোমবার(২৮ জুলাই) দুপুর ২.৩০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পায়রা) পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই পুরষ্কার বিতরণীর আয়োজন করে।
পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী মংফুন ওয়েন।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো.আইউব আলী, সহকারী পরিদর্শক আবু হানিফসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতিগন, ৩৯ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।
আরও পড়ুনঃ বগুড়ায় থেমে থাকা ট্রাকে ধাক্কা, ঘুমন্ত ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলী মহসিন মারুফ বলেন, এই অর্জন আমার একার নয়। এটা আমার সকল শিক্ষক এবং অভিভাবকদের। আমাদের যে সন্মান আজকে দেয়া হয়েছে তার মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে কলাপাড়া উপজেলার ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সন্মানিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আজ সন্মাননা হিসেবে এইচ এস সি/ সমমান পর্যায়ে প্রত্যেক শ্রেষ্ঠ শিক্ষার্থী পেয়েছেন ২৫,০০০ টাকা এবং এসএসসি/ সমমান পর্যায়ের শিক্ষার্থীরা পেয়েছেন ১০,০০০ টাকা। আশা করছি তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান ধরে রেখে ভালো লেখাপড়ার মাধ্যমে উন্নত সমাজ গঠনে ভূমিকা পালন করবেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন সাদেক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কিল ডেভলপমেন্ট বিষয়ক কাজ করতে হবে। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তাই নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পরিশ্রমী হতে আহবান করেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.