কবিতা কেউ কথা রাখেনি
কবি প্রভাষক সাবরীন সুলতানা লাভলী
স্বপ্নময় পৃথিবীতে কেউ আজো বাহুডোরে বাঁধেনি,
তাই এই কবিতার নাম দিয়েছি "কেউ কথা রাখেনি"
ছোট্ট এই জীবনে আজ ৩০ বছরে পদার্পণ,
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
কত রং বেরংয়ের মানুষের আগমন,
ছলা-কলায় যারা করেছিলো নিজেকে সমর্পণ।
যাদের অনেকেই বলেছিলো শত বাঁধাতেও
কখনোই ছাড়বেনা এই দুটি হাত,
তারাই আবার উপহার দিয়ে গেলো কান্নার রাত।
তাতে কি আমার গেলো বুঝি জাত...?
বেলা শেষে ভেবেছিলাম এই বার দিবো সব বাদ,
ভালোবাসার সকল অনুভূতি মনে জাগালো বড্ড সাধ,
কী আর করা, শুরু হলো এবার মন পোড়া,
কেউ কথা দিলো এবার হবে চিরদিনের জোড়া,
যে নাকি প্রেম নিবেদন করেছিলো,
জনসম্মুখে হাতে তুলে দিয়ে ফুলের তোড়া।
আরও পড়ুনঃ ঈশ্বরদী নদী পারে সশস্ত্র অবস্থায় স্পিডবোট ও নৌকা রেখে মহড়া, স্থানীয়রা চরম আতঙ্কে
সাত জনম এক সাথে কাটাবে বলে,
যে মানুষটি চার হাত এক করে,
লজ্জা শরমের মাথা খেয়ে করেছিল শপথ,
তারও ছিলো অনেক ছলা-কলা এ যাবত।
পরিশেষে, আমি অনুধাবন করিলাম,
জীবনে সত্যিকারের সুখ সে কখনোই দেখেনি,
আসলে এই জীবনে বাস্তব সত্য "কেউ কথা রাখেনি"।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.