স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
"দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্য সাইক্যল: স্টপ অর্গানাইজড ক্রাইম” এ প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মাদকবিরোধী র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ফিরে আসে।
পরে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
এ ছাড়া মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে জেলায় আরো মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি, বেসরকারি, সকল সংস্থা এবং এনজিও ,স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক আরো বলেন ,জেলাব্যাপী বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ সরাইল উপজেলা চার ইউ পি চেয়ারম্যান আত্মগোপনে”
সভায় পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম,র্যাব ১৫ এর কর্মকর্তা মেজর মোঃ নাজমুল ইসলাম, ব্রিটিশ হাই কমিশন ঢাকার ইন্টারনেশন লিঁয়াজো অফিসার এন্থনি সিম্পস্যান, বিজিবি সদর দপ্তর রামুর অতিরিক্ত পরিচালক মেজর মো নাজমুস সাকিব খান, এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ইহসানুল ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.