ক্রাইম রিপোর্টারঃ
কক্সবাজারের পরিচিত দৃশ্যপটে যখন বাইক চালানো নারীদের সংখ্যা এখনও হাতে গোনা, তখন তার মধ্যেই একজন নীরবে নিজের সক্ষমতা ও সাহসিকতা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি হলেন সামরিনা শাবনুর—কক্সবাজারের সর্বপ্রথম পর্দাশীল নারী বাইকার।
নীরব যোদ্ধা এক পর্দাশীল নারী সামরিনা শাবনুর সব সময় পর্দা মেনে চলাফেরা করেন। বাইক চালানো যেমন তার নেশা, তেমনি নিজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতিও তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। পর্দার অন্তরালে থেকে যে একজন নারীও সাহস, দক্ষতা ও দৃঢ়তার প্রতীক হতে পারেন, তার উৎকৃষ্ট উদাহরণ সামরিনা।
দীর্ঘ অভিজ্ঞতা, কিন্তু মিডিয়ার বাইরে দীর্ঘ অনেক বছর ধরে কক্সবাজার শহরের রাস্তায় তিনি বাইক চালাচ্ছেন। দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন নিজের জীবনযাত্রা। অথচ এতোদিন পর্যন্ত কোনো মিডিয়ার সামনে তিনি আসেননি। নিজেকে প্রচারের আড়ালে রেখে, চুপিসারে চালিয়ে গেছেন তার বাইকিং যাত্রা।
সামরিনা শাবনুর কক্সবাজারের নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, বাইক চালানো শুধু পুরুষদের একচেটিয়া নয়—নারীরাও চাইলে দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যেতে পারেন। বিশেষ করে পর্দাশীল নারীদের জন্য তিনি হয়ে উঠতে পারেন সাহসের এক অনন্য প্রতীক।
আজ যখন নারীর ক্ষমতায়ন নিয়ে নানা আলোচনা হচ্ছে, তখন সামরিনা শাবনুরের মতো পর্দাশীল নারী বাইকারদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেনো হারিয়ে না যান প্রচারের আড়ালে। তাদের কাহিনিই ভবিষ্যতের নারীদের পথ দেখাবে সাহস ও আত্মসম্মানে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.