মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সুমাইয়া আক্তারের দ্বি-মুকুট লাভ বাংলাদেশ টেনিস ফেডারেশন ও জেলা প্রশাসন ময়মনসিংহের ব্যবস্থাপনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা ও ময়মনসিংহ ক্লাব, ময়মনসিংহে ২৭ জুন ২০২৫ হতে ০৪ জুলাই ২০২৫
পর্যন্ত আয়োজিত ‘এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা ২০২৫’ এর ফাইনাল খেলাসমূহ ০৪ জুলাই ২০২৫ ময়মনসিংহ ক্লাব, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খান (পুটন) ও এমটিবি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ব্যাকিং ডিভিশন জনাব আব্দুল মান্নান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ময়মনসিংহ জনাব আসুদুজ্জামান।
এছড়াও বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলার চূড়ান্ত ফলাফল :
(ক) সিনিয়র দ্বৈত ৩০+ : চ্যাম্পিয়ন -জামি ও আকাশ (ময়মনসিংহ) রানার-আপ -জাহিদ ও তাসিব (ময়মনসিংহ)
৬-২, ২-৬, ৬-৪
(খ) সিনিয়র দ্বৈত ৪৫+ : চ্যাম্পিয়ন -রুবের ও রফিকুল (জামালপুর) রানার-আপ - তৌহিদুর ও মিলন (শেরপুর)
৬-৩, ৬-৩
(গ) সিনিয়র দ্বৈত ৫৫+ : চ্যাম্পিয়ন -আনোয়ারুল ও জাকির (ময়মনসিংহ) রানার-আপ - সেতু ও খান (নেত্রকোনা)
৬-৪, ৬-৪
(ঘ) পুরুষ একক : পুরুষ এককে অর্ণব সাহা ৭-৫, ৬-২ গেমে তানভির পাশা (শশী) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
(ঙ) পুরুষ দ্বৈত : চ্যাম্পিয়ন - রুস্তম আলী ও মিলন হোসেন রানার-আপ - বিপ্লব রাম ও শাওন পাশি
৭-৬, ৬-১
(চ) মহিলা একক : চ্যাম্পিয়ন - সুমাইয়া আক্তার , রানার-আপ - সুবর্না খাতুন : ৬-৩, ৬-০
(ছ) মহিলা দ্বৈত : সুমাইয়া আক্তার ও সুসমিতা সেন সুবর্ণা ও হালিমা জাহান ৭-৫, ৬-২
উল্লেখ্য প্রতিযোগিতায় বিকেএসপি, পুলিশ ক্লাব, আমেরিকান ক্লাব, জাতীয় টেনিস কমপ্লেক্স, ধানমন্ডি স্পোর্টিং ক্লাব, সেনা বাহিনী অফিসার্স ক্লাব, নেভি ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জার্মান ক্লাব, ব্রাহ্মনবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, মাসা টেনিস একাডেমী, নরডিক ক্লাব, প্রো টেনিস একাডেমী ঢাকা, গোপালগঞ্জ টেনিস ক্লাব, ঠাকুরগাও
স্টেশন ক্লাব, খুলনা ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, জেলা টেনিস ক্লাব মাগুরা, অফিসার্স ক্লাব - ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা হতে (ক) সিনিয়র ৩৫+, ৪৫+ ও ৫৫+, (খ) উন্মুক্ত (প্ররুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত) এবং ৩৩৭ জন খেলোয়াড়গণ অংশগ্রহণ করেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.