বিনোদন ডেস্কঃ
সিনেপ্লেক্সের বাইরে বছর জুড়ে সিঙ্গেল হলের সংখ্যা দেশে সর্বসাকুল্যে ৭০টির বেশি নয়। এরমধ্যে বন্ধ হয়ে যাওয়া হলগুলো থেকে শুধু ঈদে ২০-২৫টি হল খুলে ছবি প্রদর্শন চলে। সেই হিসাবে সিনেপ্লেক্সসহ মোট হল সংখ্যা ১২০ এর বেশি নয়। এমন যখন অবস্থা, ঠিক সেই সময়ে আত্মঘাতী সিদ্ধান্তই এবার ঈদে নিয়ে বসেছেন প্রযোজকরা।
এবার ঈদে মুক্তির মিছিলে রয়েছে ১১টি সিনেমা। এরমধ্যে প্রায় শত হলে মুক্তি পাবে শুধু শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। আর বাকি ১০টি সিনেমার জন্য থাকছে মাত্র ২০টির মতো হল। এমন অবস্থায় অনেক ছবিকে ঈদে এক-দুইটি হল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর সেটা হলে সেই সিনেমার ভাগ্যে যে কি ঘটবে তা অনুমান করাই যায়।
শাকিব খানের ‘তাণ্ডব’ এর বাইরে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ-মন্দিরা অভিনীত ‘নীলচক্র’, মোশাররফ করিম-শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’, বুবলী-রোশানের ‘সর্দার বাড়ির খেলা’, বুবলী-আদর আজাদের ‘পিনিক’, বাঁধন-পূজা ক্রুজ অভিনীত ‘এশা মার্ডার’, জাহিদ হাসান-আফসানা মিমি-জয়া আহসান-অপি করিম অভিনীত তারকাবহুল সিনেমা ‘উৎসব’, পূজা চেরি-আদর আজাদের ‘টগর’, শ্যামল মাওলার ‘নাদান’, নিরব হোসেনের ‘শিরোনাম’, রাসেল মিয়া-জলির ‘গোয়ার’।
এদিকে, নব্বই দশকেও ১৫০০ সিনেমা হল ছিল। সেই সময়ে বছর জুড়েই সিনেমা মুক্তি পেতো। কিন্তু এখন হল সংখ্যা একদিকে যেমন কমেছে, তেমনি পরিচালক-প্রযোজকরা মুখিয়ে থাকেন ঈদে ছবি মুক্তির জন্য। যার ফলে এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। বিষয়টিকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও।
এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, গত ঈদে আমি টানা প্রায় দেড় মাস শাকিব খানের ‘বরবাদ’ চালিয়েছি। এরপর উঠিয়েছি ‘দাগি’। আমার মনে হয় এবারো একই অবস্থা হবে। প্রথমে ‘তাণ্ডব’ই চলবে আমাদের। আমি একটি কথা আগেও বলেছি, সিনেমা মুক্তি দিতে হবে বছরের বিভিন্ন সময়ে। এই ঈদের সময়ে এত ছবি মুক্তি দেয়া ঠিক নয়। দেখা যায়, সব ভালো ছবি ঈদে মুক্তি পায়।
যার ফলে বছর জুড়ে ভালো ছবি চালানোর জন্য পাওয়াই যায় না। যার ফলে বন্ধও রাখতে হয় হল। আমি মনে করি, সিনেমার সার্বিক ভালো চাইলে অবশ্যই ভালো ছবিগুলো ঈদের বাইরে বিভিন্ন সময়ে মুক্তি দিতে হবে। তা ছাড়া যেখানে হলই নেই, সেখানে ১১টি সিনেমা মুক্তি দিলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে তা বলাই বাহুল্য।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.