নিজস্ব প্রতিবেদকঃ
পাহাড়,সমুদ্র আর আকাশের সংযোগস্থল এ যেন রঙে রঙে আঁকা কোনো ছবির ফ্রেম। কক্সবাজারের মনখালী গ্রাম, যা এখন পরিচিত হচ্ছে কক্সবাজারের সুইজারল্যান্ড নামে।
এই রূপকথার মতো জায়গাটি আলোচনায় আসে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমনের একটি ভিডিওর মাধ্যমে।ভিডিওতে তিনি বলেন এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে সুইজারল্যান্ড নয় চলে আসুন কক্সবাজারের মনখালীতে।
ইমনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাড়া পড়ে পুরো কক্সবাজার জুড়ে। স্থানীয়রা নিজেরাই জায়গাটিতে কক্সবাজারের সুইজারল্যান্ড লেখা বোর্ড স্থাপন করেন। এরপর থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মনখালীতে এসেছে নতুন মাত্রা। স্থানীয় মানুষরা এখন আশাবাদী এই ছোট গ্রামটি হবে বাংলাদেশের পর্যটনের নতুন মুখ।
আমরা যখন মনখালীতে নামি, সহকর্মী জিসান বলেন, জায়গাটা অসাধারণ। আমি চারপাশ দেখে বলেছিলাম এটা যেন কক্সবাজারের সুইজারল্যান্ড। তারপরেই ভিডিও করি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পর্যটন খাতকে সামনে এগিয়ে নিতে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে।
স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জিসান বলেন মনখালী এমন এক স্থান, যা বহুদিন অবহেলিত ছিল। অথচ পর্যটনের অপার সম্ভাবনা ছিল বরাবরই।
এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সেলিম সিরাজী বলে,মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম, সরকার একটু নজর দিলে এই এলাকাতেই গড়ে উঠতে পারে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট।যা পুরো কক্সবাজারে আলোড়ন সৃষ্টি করবে।
টেকনাফ উপজেলা মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার বলেন,অলরেডি কক্সবাজারের সুইজারল্যান্ড বেশ পরিচিত অর্জন করেছে।এবং এখানে পর্যটকদের আনাগোনা ও দেখা যাচ্ছে। সরকার সঠিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে নজর দিলে এটি কক্সবাজারের অন্যতম একটি সুন্দর স্পট হয়ে উটবে।
কক্সবারের সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন, আব্দুর রহমান,মো:রিদোয়ান,শিক্ষাবিদ-সৈয়দ আহম,নুরুল আমিন,মিজান ইবনে হাকিম, সৈয়দ কাশেম মিসকু সহ এলাকার শত শত মানুষ
বাংলাদেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসংখ্য সৌন্দর্য। প্রয়োজন শুধু তা তুলে ধরার। আর সেই কাজটাই করে দেখিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ইমন। এখন অপেক্ষা, মনখালী যেন দেশের পর্যটন মানচিত্রে স্থায়ী জায়গা করে নেয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.