কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামের বিএনপির এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকা থেকে আলমগীর বসুনিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আলমগীর বসুনিয়া থেতরাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের পক্ষে নৌকা প্রতীকের প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা প্রতীকের প্রচার ও ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতেও দেখা যায় তাকে।
এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলে, তাতে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব করা হয়।
আরও পড়ুনঃ ডা: জোবায়দা রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানালেন জলঢাকা উপজেলা বিএনপির সাধরন সম্পাদক মইনুল ইসলাম ভাই
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ভিডিও ভাইরাল হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ১ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, "আলমগীর বসুনিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কারও মন্তব্য পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.