রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘জুলাই বিপ্লব’-এর স্মৃতিকে হৃদয়ে ধারণ করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ।
গ্র্যাজুয়েট ক্লাব, হাতিয়া-এর আয়োজনে রবিবার, ০৩ আগস্ট ২০২৫ তারিখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির মাধ্যমে ১০০-এর বেশি গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুনুর রশিদ। তাঁরা আয়োজকদের প্রশংসা করে বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আরও পড়ুনঃ গাবতলীতে ৫০বছর পর দলিল থাকাই জমি ফেরত পেলেন।
চিকিৎসা সেবায় অংশ নেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের নানা ধরনের সাধারণ অসুস্থতার পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
গ্র্যাজুয়েট ক্লাব, হাতিয়া-এর সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। “আমাদের শ্রদ্ধা হোক শহীদদের স্মৃতিতে, আর ভালোবাসা হোক অসহায় মানুষের সেবায়” -এই স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ আয়োজন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.