রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
রোববার, ২৯ জুন ২০২৫ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ও জেলা কৃষি অফিসের সমন্বয়ে অনুষ্ঠিত ‘কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক সমাপনী হয়। চার দিনব্যাপী এই মেলায় কৃষকদের মধ্যে পুরস্কার, আধুনিক কৃষি সরঞ্জাম, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
ড. মো. মামুনুর রহমান বলেন, “এই মেলার মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক কন্দাল ফসলচাষে বিশেষ দক্ষতা দান করেছি। পুষ্টি ও নিরাপদ খাদ্য উৎপাদনে এটি বড় এক পদক্ষেপ।”
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, “স্থানীয় কৃষকদের সার্বিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছি। আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিলে কৃষি উৎপাদন দ্বিগুণ সম্ভব।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোশাররফ হোসেন জোর দিয়ে বলেন, “১৫টি স্টলে আমাদের প্রদর্শনীতে কৃষকরা নতুন বীজ, সেচ প্রযুক্তি ও সার-সারের সঠিক ব্যবহার সম্পর্কে পরিচিত হয়েছেন।”
আরও পড়ুনঃ বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদল কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার, মেলার মাধ্যমে কৃষি-বাংলাদেশ নির্মাণে আমাদের সব বিভাগ একযোগে এগিয়ে এসেছে।”
সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা বলেন, “উন্নত বীজ ও জৈব সার ব্যবহারে কৃষকেরা উপকৃত হবেন।” মাওলানা মো. তৌহিদুর রহমান বলেন, “খাদ্য নিরাপত্তার সঙ্গে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতাও এই মেলাতে উপস্থিত রয়েছে।”
মেলার একটি স্টলে কৃষক আলআমিন মিঞা বলেন, “আমি ছোটলোক; কিন্তু এই মেলার মাধ্যমে নতুন জাতের কন্দাল ও সঠিক চাষ পদ্ধতি শিখেছি, এতে আমার ঘরের আর্থ-সামাজিক অবস্থা উন্নত হবে আশা করি ।”
জমায়েতকারীরা উল্লেখ করেছেন, ‘কন্দাল ফসলের উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করুন’ প্রকল্পটি কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করেছে।
মেলার মাধ্যমে ১,০০০+ কৃষক আধুনিক বীজ, সার ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন এবং তাদের মাঝে সরঞ্জাম বিতরণের ফলে উৎপাদনশীলতা বাড়বে বলে আশা প্রকাশ করেন ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.