সুমন, ফ্রান্স থেকেঃ
উপনিবেশ থেকে যে কটা দেশ মুক্তি পেয়েছে সব জায়গায় বিষ রোপন করে গেছে রক্ষকরা যেমন পাকিস্তান, ভারত কাশ্মীর নিয়ে সেরকমই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বিস্তীর্ণ একটা অঞ্চল দুই দেশের সংঘর্ষ।
অথচ দেখেন আন্তর্জাতিক আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দিয়েছিল এই জায়গাকে নিয়ে কিন্তু জোরপূর্বক থাইল্যান্ড এই জায়গা দখল করে রাখছে, থাইল্যান্ড-ক্যাম্বোডিয়া সীমান্ত সংঘাত সীমিত যুদ্ধে রূপ নিয়েছে।
গত মে তে দেশ দুইটির সীমান্তে অমীমাংসিত অংশ নিয়ে স্বল্পকালীন সংঘাতে এক ক্যাম্বোডিয়ান সেনা নিহ/ ত হয়। এরপর থেকেই সীমান্তে সাইলেন্ট টেনশন চলছিলো।
আজকে তা ব্রোক-লুজ। সীমান্তের একটা অংশের উপর দুই দেশই মালিকানা দাবী করে। এটা নিয়েই সংঘাত। দাবীকৃত অংশে কয়েকদিন আগে ক্যাম্বোডিয়ান ফোর্স মাইন পুতে রাখে। আজকে সেই মাইন বিস্ফোরিত হয়ে ১১ থাই নাগরিক ও একজন থাই সেনা নিহ/ ত হয়।
আরও পড়ুনঃ ইশ্বরদীতে সন্ত্রাসী কে?ইঞ্জিনিয়ার কাকন না ৬২ মামলার আসামি বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইয়েরা
এরপর দুই দেশের মাঝেই ভারী অস্ত্রের ফায়ার বিনিময় চলছে। ক্যাম্বোডিয়ান সেনাবাহিনী সীমান্তে ১২২ মিলিমিটার ক্যালিবারের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম মোতায়েন করেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছে! অর্থাৎ এই সংঘাত সহসাই থামছে না।
ওদিকে চীন দুই পক্ষকেই আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। এই ঘটনা বেইজিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ উভয়েই চীনের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও আঞ্চলিক মিত্র।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.