বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচরা গ্রামের আবদুল মান্নান বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া তাকে উকিল নোটিশও দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, এনসিপি সমর্থক আবদুল মান্নান বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বালুচড়া দক্ষিণপাড়া গ্রামের জামাল আকন্দের ছেলে। এলাকায় চাতাল ব্যবসার সুবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। বুলবুল কয়েকদিন আগে নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক দাবি করে আবদুল মান্নানকে বগুড়া জেলা পরিষদে চাকরি প্রলোভন দেন।
তদবিরের বিনিময়ে বুলবুল তার কাছে নগদ সাত লাখ টাকা নেন। শর্ত ছিল চাকরি না হলে সাতদিনের মধ্যেই টাকা ফেরত দেবেন। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে মান্নানকে সাত লাখ টাকার চেক দেওয়া হয়। পরে মান্নান চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ডিজঅনার হয়। এতে বগুড়ার আদালতে এনআই অ্যাক্টে মামলা হয়। এছাড়া আবদুল মান্নান এ ব্যাপারে এনসিপি নেতা বুলবুলকে উকিল নোটিশ দেন। এতে বুলবুল ক্ষিপ্ত হয়ে মান্নানকে হুমকি-ধামকি দেন।
আরও পড়ুনঃ ভারতের বিমান দুর্ঘটনায় ফ্লাইট মিস করে প্রাণে বাঁচলেন যে যাত্রী
আবদুল মান্নান বলেন, বগুড়া জেলা পরিষদে চাকরি লাভের জন্য তিনি গরু ও জমি বিক্রি করে বুলবুলকে সাত লাখ টাকা দিয়েছেন। চাকরি ও টাকা ফেরত কোনটিই তাকে দেওয়া হয়নি। উকিল নোটিশ দেওয়ায় নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
তিনি বলছেন, আমি এনসিপির সারিয়াকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক। প্রশাসন আমার কিছুই করতে পারবে না। এনসিপি নেতা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। অন্যথায় বড় ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি আতঙ্কে দিনাতিপাত করছেন।
অভিযোগ প্রসঙ্গে এনসিপি সারিয়াকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও উপজেলার চর গোদাবাড়ি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে সাইফুল ইসলাম বুলবুল বলেন, আবদুল মান্নানের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগটি সঠিক নয়।
তিনি আরও জানান, গত ৩০ জানুয়ারি মান্নান তাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। সেটি গত ঈদের আগে হাতে পেয়েছেন। বুলবুল দাবি করেন, এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ব্যবসায়িক বিষয় রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, এনসিপি নেতার বিরুদ্ধে এক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগটি পেয়েছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী সাংবাদিকদের বলেন, তাদের সংগঠনে প্রতারক, চাঁদাবাজ, সন্ত্রাস বা অন্যায়কারীর ঠাঁই নেই। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলার প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনা মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ ও সহযোগিতা করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.