উত্তরা ঢাকা ;
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সহমর্মিতা ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে গিয়ে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত সারিয়া আক্তারের পরিবার এবং আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন ও নুরে জান্নাত ইউশার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিএনপি পরিবার সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক
মানবিক এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান, মহানগরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন, আফাজ উদ্দীন আফাজ, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতি মিয়া, রফিক মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবু তাহের খান আবুল, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপি নেতৃবৃন্দ বলেন— “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। বিএনপি পরিবার কষ্টের এই সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত রাখবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.