কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মো: সাহাব উদ্দিন, পিতা: মৃত আফলাতুন, সেই পালংখালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা, সরোয়ার আলম, পিতা: মৃত শামশুল আলম,পালংখালী পশ্চিম ফারির বিল, ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
মো: সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মামলা করা হয়।
আরও পড়ুনঃ আমজনতার দল থেকে পদত্যাগ “নতুন দলের আত্ম প্রকাশ”
ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর-৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং-১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং-২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।
১নং আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২নং আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।
রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.