ডাঃ এম, জি, মোস্তফা মুসাঃ
*ঈসা (আ.): পরিচয়, ত্রিত্ববাদ, এবং আসমানে তোলা—ইসলামের আলোকে বিশ্লেষণ*
_ভূমিকা:_ ইসলামে ঈসা (আ.)-এর ব্যক্তিত্ব এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত অধ্যায়। তাঁকে মুসলিমরা এক মহান নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করেন। অথচ ইতিহাসে তাঁর পরিচয় নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করা হয়েছে। খ্রিষ্টান সমাজ তাঁকে আল্লাহর পুত্র হিসেবে দাবী করেছে, সৃষ্টি করেছে ত্রিত্ববাদ (Trinity) নামক বিশ্বাস।
আবার তাঁরা দাবি করে যে, তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ইসলাম এইসব দাবির সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে ঘোষণা করেছে যে, ঈসা (আ.)-কে হত্যা করা হয়নি, তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাঁকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। এই প্রবন্ধে আমরা কুরআন ও হাদীসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করব, ইন-শা-আল্লাহ।
*১. ইসলামের চোখে ঈসা (আ.)-এর পরিচয়:* ঈসা (আ.) ইসলামের দৃষ্টিতে আল্লাহর একজন প্রেরিত নবী ও রাসূল। তাঁকে “মাসীহ” বলা হয়। তিনি মারিয়াম (আ.)-এর গর্ভে পিতা ছাড়া অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। কুরআনুল কারীমে বলা হয়েছে: “মসীহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রাসূল, আর তাঁর কালিমা, যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছেন এবং তাঁর পক্ষ থেকে এক রূহ।” (সূরা নিসা, ৪:১৭১)।
আরও পড়ুনঃ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত – জাতীয় সতর্কতা ও ঐক্যের আহ্বান
*২. খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ (Trinity):* “কাজেই তোমরা আল্লাহ ও তাঁর রাসূলদের উপর ঈমান আন এবং বলো না, ‘তিন’; এ থেকে নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহই তো এক ইলাহ; তাঁর সন্তান হবে - - -তিনি এটা থেকে পবিত্র-মহান”। (সূরা নিসা, ৪:১৭১)।
ত্রিত্ববাদ খ্রিষ্টানদের এক মহাভ্রান্ত বিশ্বাস, যেখানে বলা হয়: (ক). আল্লাহ পিতা (God the Father); (খ). ঈসা আল্লাহর পুত্র (Jesus the Son); এবং (গ). পবিত্র আত্মা (Holy Spirit)। তাদের মতে, এই তিন সত্তা মিলে এক আল্লাহ। অথচ এটি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট শিরক। কুরআনে এসেছে: “তিনজন বলো না। এটা তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ তো একমাত্র ইলাহ।” (সূরা নিসা, ৪:১৭১)।
অন্যত্র বলা হয়েছে: “নিশ্চয়ই কাফের তারা, যারা বলে, ‘আল্লাহ তো তিনের মধ্যে একজন।’ অথচ একমাত্র ইলাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই।” (সূরা মায়েদা, ৫:৭৩)। ত্রিত্ববাদ মূলত ঈসা (আ.)-এর প্রতি অতিরঞ্জিত মহিমা আরোপের ফল, যা তাদের প্রকৃত তাওহীদ থেকে দূরে সরিয়ে দিয়েছে।
*৩. ঈসা (আ.)-কে হত্যা ও ক্রুশবিদ্ধ করার দাবি:* খ্রিষ্টানরা বিশ্বাস করে, ঈসা (আ.)-কে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এ বিশ্বাস সঠিক নয়। কুরআনে স্পষ্ট বলা হয়েছে: “তারা তাঁকে হত্যা করেনি, তাঁকে শূলেও চড়ায়নি; বরং তাদের কাছে বিষয়টি সন্দেহজনক করে তোলা হয়েছিল।
যারা এ বিষয়ে মতভেদ করছে, তারা সম্পূর্ণ সন্দেহে রয়েছে। তারা এর সম্পর্কে কোনো নিশ্চিত জ্ঞান রাখে না, কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয়ই তারা তাঁকে হত্যা করেনি।” (সূরা নিসা, ৪:১৫৭)। অর্থাৎ, হত্যা বা ক্রুশবিদ্ধ হওয়া একেবারেই ভিত্তিহীন গল্প মাত্র। এটি ছিল আল্লাহর এক বিশেষ কুদরতের নিদর্শন।
*৪. ঈসা (আ.)-কে চতুর্থ আসমানে তোলা:* কুরআনে বলা হয়েছে: “বরং আল্লাহ তাঁকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়।” (সূরা নিসা, ৪:১৫৮)। মিরাজের হাদীস দ্বারা প্রমাণিত, ঈসা (আ.) এখন চতুর্থ আসমানে রয়েছেন। মিরাজের রাতে নবী মুহাম্মদ (ﷺ) ঈসা (আ.)-কে চতুর্থ আসমানে দেখতে পান। মুহাম্মদ (ﷺ) বলেন: “আমি চতুর্থ আসমানে ঈসা ইবনে মারিয়ামকে দেখলাম।”
(সহীহ মুসলিম)। ইসলামী বিশ্বাস অনুসারে, কিয়ামতের পূর্বে ঈসা (আ.) পুনরায় দুনিয়ায় অবতরণ করবেন, তিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, তিনি ক্রুশ ভেঙ্গে দেবেন, শূকর হত্যা করবেন, জিযিয়া বাতিল করবেন এবং সম্পদ এত বেশি হবে যে, কেউ তা গ্রহণ করতে চাইবে না” —(সহীহ মুসলিম, হাদীস: ১৫৫)। ঈসা (আ.) দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ঈসা (আ.) এসে ঘোষণা করবেন যে, তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর বান্দা ও রাসূল। (মুসলিম, তিরমিযী)।
আরও পড়ুনঃ জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
*৫. ঈসা (আ.)-এর আসমানে তোলার হিকমাহ:* (ক). ত্রিত্ববাদ ভেঙে দেওয়া: ঈসা (আ.)-এর আসমানে তোলা প্রমাণ করে, তিনি মানুষ, সৃষ্ট, আল্লাহর পুত্র নন। এটি ত্রিত্ববাদকে ভ্রান্ত প্রমাণ করে। (খ). কিয়ামতের নিদর্শন: ঈসা (আ.)-এর পুনরাগমন কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। (গ). মানবজাতির জন্য শিক্ষা: আল্লাহ যা চান, তাই করতে সক্ষম। কোনো শক্তি, ষড়যন্ত্র, বা পরিকল্পনা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না।
*৬. উপসংহার:* ঈসা (আ.) ইসলামের দৃষ্টিতে এক মহৎ নবী ও আল্লাহর প্রেরিত রাসূল। তাঁকে কখনো আল্লাহর পুত্র বা ঈশ্বররূপে মানা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। ইসলাম দৃঢ়ভাবে ঘোষণা করে—ঈসা (আ.)-কে হত্যা করা হয়নি, বরং তাঁকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনা আল্লাহর কুদরতের নিদর্শন, ত্রিত্ববাদ ভ্রান্ত প্রমাণের অন্যতম প্রমাণ, এবং মুসলিমদের ঈমান দৃঢ় করার উপাদান। আমাদের কর্তব্য হলো ঈসা (আ.)-কে প্রকৃত সম্মান করা, যেমন ইসলাম আমাদের শিক্ষা দেয়—তিনি আল্লাহর বান্দা, প্রেরিত রাসূল এবং এক মহান নিদর্শন।
*আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*। (মূসা: ১৬-০৭-২৫)।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.