পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীর উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে চাঁদার দাবিতে বিগত তিন মাস ধরে গোলাগুলির ঘটনায় সবাই অবগত। তবে এবার দেখা গেল তার চিত্র। উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ঘাটে প্রতিদিন সশস্ত্র অবস্থায় স্পিডবোট ও নৌকা রেখে আধিপত্য বিস্তারের চলছে প্রস্তুতি। সাধারণ মানুষ চলাচলের সময় চুরি, ছিনতাই ও চাঁদাসহ বিভিন্ন অপকর্ম করছে কিছু যুবক। জনসাধারণের মনে প্রশ্ন তাদের কোন বালুমহাল নাই, তবে তারা এখানে সংঘবদ্ধ হয়ে আছে কেন? প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় না কোন ব্যবস্থা।
সরজমিনে গিয়ে দেখা যায়, তিনটি স্পিডবোট এবং দুইটি নৌকাসহ উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ঘাট, ইসলাম পাড়া ঘাট, সাঁড়া ঘাটে বিভিন্ন জায়গায় বেশ কিছু যুবক সশস্ত্র অবস্থায় ওত পেতে আছে। মাঝে মাঝে স্পিডবোট নিয়ে নদীতে মোহরাও দিতেও দেখা যায়। তবে এসব আয়োজন কেন, কেনই বা তারা নদীতে স্পিডবোর্ড নিয়ে মহড়া দিচ্ছে। স্থানীয়রাও রয়েছে চরম আতঙ্কে।
অভিযোগ রয়েছে নাটোরে লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপার মৌজায় একটি বৈধ বালু মহাল আছে। সেখান থেকে প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদার দাবি করে আসছে ঈশ্বরদী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী ও সোনামনি।
আরও পড়ুনঃ নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকে প্রবাস মেলা”র কপি উপহার
চাঁদার টাকা না দেওয়াই বালুবাহি নৌকাতে গত তিন মাস ধরে গোলাগুলির ঘটনা ঘটিয়ে আসছে তারা। বৈধ নৌ-চ্যানেল চার্জের ইজারাদারের থেকেও চাঁদার দাবির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাহলে কি এইসব চাঁদার টাকা উঠানোর জন্যই স্পিডবোট ও নৌকা রেখে অপেক্ষা? আইনশৃঙ্খলা বাহিনীও অদৃশ্য শক্তির কারণেই রয়েছেন নিশ্চুপ?
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর জানান, এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এবং সচেতন মহলের দাবি দ্রুত এসব চাঁদাবাজ এবং অবৈধভাবে স্পিডবোট এবং নৌকাযোগে আধিপত্য বিস্তার রোধ করবে এমনটাই আশা সকলে।
পাবনা জেলা প্রতিনিধি
০১/০৮/২০২৫
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.