ডেস্ক রিপোর্টঃ
ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের ওপর হামলা চালিয়ে ইসরাইলি সরকার নিজেদের জন্য একটি ‘তিক্ত ও বেদনাদায়ক’ ভাগ্য নির্ধারণ করেছে এবং তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।
শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তেহরানসহ ইরানের অন্যান্য শহরে ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে এক বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।
তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকার তার অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত করেছে। তাদের কড়া জবাব দেয়া হবে।’
আরও পড়ুনঃ ধোবাউড়ায় শিশুসহ ৯ জনকে পুশ ইন করলো বিএসএফ
খামেনি বলেন, ‘এ হামলায় বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে তাদের উত্তরসূরিরা অবিলম্বে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিতে দায়িত্বভার গ্রহণ করবেন।’
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এ অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক ভাগ্য নির্ধারণ করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেয়া হবে।’
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাইলের হামলার কঠোর জবাব দেয়া হবে।
শুক্রবার রাত থেকে ইসরাইলি সরকার ইরানের রাজধানী তেহরানের আশপাশে এবং ইরানের অন্যান্য শহরে সামরিক হামলা শুরু করে। ইসরাইলের হামলায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা জানান, তারা নিহতদের মধ্যে নারী ও শিশুদের লাশ দেখতে পেয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.