হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র উপর এবারও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে মওলানা ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার,নিউইয়র্কের কুইন্সে এই সেমিনার আয়োজিত হবে। সম্মেলনের প্রস্তুতি বিষয়ে গত ১১ আগষ্ট সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।খবর আইবিএননিউজ ।
সভায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন বিষয়েও আলোচনা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ড. ইমরান আনসারী। সভায় সেমিনারের বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় মূলত: প্রবাসী বাংলাদেশী ও বিদেশীদের কাছে মওলানা ভাসানীকে তুলে ধরার লক্ষ্যেই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সভার সিদ্ধান্ত মোতাবেক নিউইয়র্ক সিটির কুইন্সে মওলানা ভাসানী স্মরণে সেমিনার আয়োজন করা হবে। প্রাথমিকভাবে সেমিনারের ভেন্যু হিসেবে সেন্ট জন ইউনিভার্সিটির মিলনায়তন অথবা গুলশান ট্যারেস অথবা জুইস সেন্টারে (পাওয়া সাপেক্ষ) আয়োজিত হবে।
সেমিনারে আমন্ত্রিত অতিথি থাকবেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিক, ডাকসু ও চাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, লন্ডনে বসবাসরত ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, কানাডায় বসবাসরত ভাসানী গবেষক ড. আবিদ বাহার সহ দেশ-বিদেশের আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপরোক্ত সম্মেলন আয়োজন উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক গিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক কাজী আজম ও মোশাররফ হোসেন সবুজ, সদস্য সচিব শাহাব উদ্দীন সাগর, যুগ্ম সদস্য সচিব ফরিদ আলম, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক মোস্তফা করিম ফরিদ, যুগ্ম আহ্বায়ক ডা. নার্গিস রহমান ও অধ্যাপক ওসমান, প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহবায়ক ড. ইমরান আনসারী, সদস্য সচিব অধ্যাপক সৈয়দ আজাদ,
অর্থ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক আব্দুস সবুর, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক এন আমীন, আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক নাজমুল আলম শ্যামল। কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হোসেন খান, যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহিম হাওলাদার, সমন্বয়কারী বেলাল মোহাম্মদ, এম এ সাদেক ও দেলোয়ার হোসেন শিপন।
আরও পড়ুনঃ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনে কষ্টের দিনগুলো
সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সাঈদ তারেক, আব্দুর রহিম হওলাদার, মীর মশিউর রহমান, এবিএম ওসমান গণি, কাজী আজম, মোশাররফ হোসেন সবুজ, ডা. নার্গিস রহমান, দেলোয়ার হোসেন, এম এ সাদেক, মির্জা এ আজম, অধ্যাপক সৈয়দ আজাদ, লায়ন সোহেল আহমেদ, ফারুক হোসেন মজুমদার, প্রকৌশলী আব্দুস সোহবান,
সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। ফাউন্ডেশনের আরো এক সভা গত ২১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় সভাপতি আলী ঈমান সিকদারের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের পরিচালনায় ।এতে সংগঠনের কর্মকর্তা ও সম্মেলন কমিটির কর্মকর্তারা গন উপস্থিত ছিলেন ।শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.