নিজস্ব প্রতিবেদক মোঃ জাহিদুর রহমান জাহিদঃ
দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ ছিল আশুলিয়া এলাকার সাধারণ মানুষ। তবে সম্প্রতি আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর হান্নান এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো দেখিয়েছেন। তার কঠোর অবস্থান ও সৎ নেতৃত্বে এলাকায় ফিরে আসছে স্বস্তি ও শৃঙ্খলা
।
জানা গেছে, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি আশুলিয়ার বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও অভিযানের ব্যবস্থা নেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যেই বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছেন তিনি। এছাড়া থানার সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে ভুক্তভোগীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য একটি কার্যকর কুইক রেসপন্স টিমও গঠন করেন।
আরও পড়ুনঃমাদক সম্রাজ্ঞী পারুল এখন ধরা ছুওয়ার বাহিরে
এলাকাবাসী বলছেন, “ওসি হান্নান স্যার দায়িত্ব নেওয়ার পর থানা যেন সত্যিকার অর্থেই সাধারণ মানুষের নিরাপত্তার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আগের মতো থানায় গেলে কেউ হয়রানির শিকার হন না।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, তার নেতৃত্বে আশুলিয়ায় অপরাধ প্রবণতা কমেছে এবং প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্বও কমে এসেছে।
ওসি মোঃ আব্দুর হান্নান বলেন, “আমি আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করি না। জনগণকে সঙ্গে নিয়েই অপরাধমুক্ত আশুলিয়া গড়ার চেষ্টা করছি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান পরিষ্কার।”
আশুলিয়া থানার এই অফিসার ইনচার্জের সাহসিকতা, সততা ও দায়িত্বশীলতা এখন এলাকাবাসীর মধ্যে আশার প্রতীক হয়ে উঠেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.