স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা জিজ্ঞাসা ও জ্ঞানানুশীলণমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “ইসলাম এবং বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা” শীর্ষক মাসিক মহিলা মাহফিল গত ২৬ শে জুলাই শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উম্মে আল আসফিয়া ও নুসরাত জাহানের সঞ্চালনায় মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন গাউছিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব ও বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান।
তিনি বলেন, মানুষের জন্য কল্যাণকর কোন কর্মই বিদআত নয়। আধুনিক সমাজ ব্যবস্থায় যা কিছু কল্যাণকর তা আমরা সাদরে গ্রহণ করবো।
ইসলাম কখনো আধুনিকতা বিরোধী নয়। রাসূল (দ.)-এর যুগে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সাহাবীদের নতুন নতুন ধ্যান-ধারণা গুলো খুব সফলভাবে প্রয়োগ করেছেন। একইভাবে বর্তমান আধুনিক যুগে কল্যাণকর বস্তুগত উন্নয়নগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারব না।
তবে তা আমাদেরকে যাচাই বাছাই করে ব্যবহার করতে হবে।
এছাড়াও তিনি শিক্ষা, চিকিৎসা, আইন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হাদিস বর্ণনা ও হাদিস গ্রন্থ রচনায় তথা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইসলামের সোনালী যুগের মহীয়সী মহিলা সুফিদের গৌরবময় অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসরিন আকতার, কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে রাজিয়া সুলতানা পপি, উম্মে সায়মা সাদিয়া।
আরও পড়ুনঃ বড় বড় জনসভায়,ওয়াজ মাহফিলে,সেমিনার, আলোচনা সভায় নেতা ও বক্তারাই শুধু বক্তব্য দিয়ে যাই, শ্রোতাদের বক্তব্য শুনিনা, তাদের মনোভাব, চাওয়া পাওয়া প্রয়োজনিয়তা জানতে পারিনা
মাহফিরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ্্ দরবারে ফরিয়াদ করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.