চট্টগ্রাম প্রতিনিধিঃ
মাইজভাণ্ডারী দর্শন সুফিবাদের পথে সাধারণ মানুষ কে অসাধারণ করার প্রত্যয়ে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে একটি রূপরেখা প্রণয়ন করেছেন যা গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আ নামে আজ বিশ্বে অনুসন্ধিৎসুদের গবেষণার উৎস হয়ে দাড়িয়েছে। আজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সমৃদ্ধ জীবনের তাগিদে এই দর্শন অনন্য ভূমিকায় প্রতিষ্ঠা লাভ করেছে।
গতকাল ২১ শে জিলহজ্ব, ১৮ জুন বুধবার, আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী পাঠানটুলী শাখার আয়োজন ও ব্যবস্থাপনায় জিকিরে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাহফিলে মেহমানে আ’লা উপস্থিত হয়ে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদে যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন।
আরও পড়ুনঃ বাংলাদেশ কাঁপিয়ে নিউইয়র্কে তান্ডব
এসময় উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ, নজীর ভাণ্ডার শরীফে শাহজাদা বশরত উল্লাহ, সেলিম চিশতি, কেন্দ্রীয় আনজুমানের সদস্য মুহাম্মদ আমির আহমেদ, মাওলানা ইউসুফ, চটেশ্বরী গায়েবী মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের সাকিব, পাঠানটুলী শাখার সভাপতি মুহাম্মদ সওকত আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত শাখার সকল সম্পাদক ও সদস্যবৃন্দ। মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.