নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
চট্টগ্রামের প্রাণের ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল চাটগাঁ টিভি (chatgaa.tv)। ‘আরা চাটগাঁইয়া হতা হই’—এই আত্মবিশ্বাসী ও আবেগঘন স্লোগানকে ধারণ করে এটি একটি অনন্য অনলাইন টিভি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য শুধুমাত্র বিনোদন নয়, বরং চট্টগ্রামের ভাষা, ঐতিহ্য, জীবনযাত্রা ও সমাজকে সম্মান ও মর্যাদার সাথে তুলে ধরা।
শুক্রবার, ২৫ জুলাই—চট্টগ্রাম নগরীর ৮ নম্বর আন্দরকিল্লায় চাটগাঁ টিভির নিজস্ব কার্যালয়ে আয়োজিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে এলাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁ টিভির চেয়ারম্যান আকতার উদ্দিন রানা, আর অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন টিভির স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সাংবাদিক রতন বড়ুয়া।
আরও পড়ুনঃ ৯৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদে সবার চেয়ে এগিয়ে রয়েছেন কামরুজ্জামান রাসেল
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লায়ন দেলোয়ার হোসেন, চাটগাঁ টিভির ব্যবস্থাপনা পরিচালক, যিনি তাঁর বক্তব্যে বলেন, “ চাটগাঁ টিভি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার এক বলিষ্ঠ পদক্ষেপ। আমরা কনটেন্টের মাধ্যমে বিশ্বকে জানাতে চাই—চট্টগ্রামও পারে!”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটগাঁ টিভি ভাইস চেয়ারম্যান জি.এম মাহাবুব হোসেন, চাটগাঁ টিভির পরিচালক ও সিও সাহেদুর রহমান মোরশেদ, চাটগাঁ টিভির পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন।
এছাড়া অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার ফোরাম এর সমাজকল্যাণ সম্পাদক, আবদুর রউফ ভুট্টো, আইটি বিশেষজ্ঞ নুরুল ইসলাম টিটু।
তাঁরা সবাই চাটগাঁ টিভির উদ্যোগকে সময়োপযোগী, সাহসী ও সমাজ-সংলগ্ন বলে উল্লেখ করেন।
চাটগাঁ টিভির চেয়ারম্যান আকতার উদ্দিন রানা তার বক্তব্যে বলেন, চাটগাঁ টিভি কোনো প্রতিযোগিতার জন্য নয়, বরং নিজস্ব ভাষা ও সংস্কৃতির গল্প বলার জন্য এসেছে। আঞ্চলিক ভাষায় মানবিক, শিক্ষনীয় ও আধুনিক মানসম্পন্ন কনটেন্ট তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মের সূচনা।
চাটগাঁ টিভি শুধু একটি চ্যানেল নয়—এটি এক ভালোবাসার নাম, এক প্রতিশ্রুতির যাত্রা। এই যাত্রা চট্টগ্রামবাসীকে নিজের ভাষা ও শেকড়ের সাথে নতুনভাবে যুক্ত করবে—গর্বের সাথে, ভালোবাসার সাথে।
চাটগাঁ টিভি ভাইস চেয়ারম্যান জি.এম মাহাবুব হোসেন তার বক্তব্যে বলেন,, চাটগাঁ টিভি স্থানীয় ঘটন
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.