নিজস্ব প্রতিনিধিঃ
আমজনতার দল থেকে বেরিয়ে এসে আগ্রাসন এর বিরুদ্ধে, সার্বভৌমত্তের পক্ষে রাজনৈতিক দল "নতুন বাংলাদেশ পাটি (NBP)" আআত্মপ্রকাশ করছে আজ রাত ৮ টায়।
আজ মঙ্গলবার (১৭ই জুন২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রো লাউন্স হোটেলের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে দলটির আত্ম প্রকাশের বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন শ্রেণি-পেশার দেশ প্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকবৃন্দের সাথে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ হওয়া দলটির পক্ষ থেকে আহ্বায়ক (এ এফ এম হানিফ সর্দ্দার) বলেন, "জুলাই'২৪ বিপ্লবের আত্মত্যাগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। লক্ষ্য হচ্ছে,সব নাগরিকের সমান অধিকার,ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা,কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা,সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।"
আহ্বায়ক(এ এফ এম হানিফ সর্দ্দার) আরো বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো জুলাই'২৪ বিপ্লবের মূল চেতনা থেকে সরে এসেছে। এতে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ, শহীদদের পরিবারের প্রতি অবহেলা,আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।"
আরও পড়ুনঃ বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন
নতুন বাংলাদেশ পার্টির সদস্য সচিব (ইন্জিনিয়ার এস ফাহিম সদস্য সচিব) বলেন, "নতুন দলের উদ্দেশ্য হচ্ছে, এটি ক্ষমতার লোভ নয়,বরং সুশাসন,ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে। রাজনীতিকে ব্যবসা নয়,বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি,অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমরা সেসব থেকে ভিন্ন কিছু করতে চাই। আমাদের দলে কোনো অসৎ লোকের স্থান হবে না ইনশাআল্লাহ।"
সংবাদ সম্মেলনে জনকল্যাণ কেন্দ্রিক সেল গঠনের কথাও জানানো হয়। বলা হয়,নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই বিভিন্ন জনকল্যাণমুখী সেল, যেমন নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সেল,স্বাস্থ্য সুরক্ষা সেল, নিরাপত্তা ও আইনি সহায়তাবিষয়ক সেল,কৃষি,মৎস্য ও ভেটেরিনারি সেল,শিক্ষা সেল,মিডিয়া ও সাংস্কৃতিক সেল, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সেল,নারী ও শিশুবিষয়ক সেল,জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইত্যাদি গঠন করা হবে।
সমর্থনের আহ্বান জানিয়ে দলটির এ উদ্যোগে অংশ নিতে চিকিৎসক,প্রকৌশলী,শিক্ষক,সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক, কৃষিজীবী, মেহনতী জনগণ ও সকল প্রবাসী বাংলাদেশি গণ সহ দেশের সব শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.