আন্তর্জাতিক সাংবাদিকতা সম্পর্ক জোরদারে বাংলাদেশ–পাকিস্তানের যুগান্তকারী পদক্ষেপ
বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক সাংবাদিকতা সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। দক্ষিণ এশিয়ার সাংবাদিক সমাজে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে, ঢাকা প্রেসক্লাব ফেডারেশন ও ঢাকা প্রেসক্লাব, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রেজি:)–এর কেন্দ্রীয় চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলীকে আজীবন সদস্যপদ (Lifetime Membership) প্রদান করার মাধ্যমে। পক্ষান্তরে, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (PJA) বাংলাদেশের ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আওরঙ্গজেব কামালকে তাদের কেন্দ্রীয় কমিটির সদস্যপদে মনোনীত করেছে । এই সম্মাননা বিনিময়কে দুই দেশের সাংবাদিকতার সম্পর্ক জোরদারে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওরঙ্গজেব কামাল মিয়ান ইশতিয়াক আলীকে আজীবন সদস্যপদ প্রদান করেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেও আওরঙ্গজেব কামালকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয় এবং সদস্যপদ প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল এক টেলিফোন আলাপচারিতায় মিয়ান ইশতিয়াক আলী বলেন — “আমি ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের এই সম্মানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। পাকিস্তান ও বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন — “আপনি পাকিস্তানের সাংবাদিকতায় যে ইতিবাচক পরিবর্তন এনেছেন, তা প্রশংসনীয়। আমরা এই আজীবন সদস্যপদটি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে প্রদান করেছি, যাতে দুই দেশের সাংবাদিকরা মিলিতভাবে কাজ করতে পারেন।
এই পারস্পরিক সম্মাননা বিনিময় শুধু দুই দেশের সাংবাদিকদের বন্ধনকেই দৃঢ় করেনি, বরং দক্ষিণ এশিয়ায় গঠনমূলক সাংবাদিকতা, সংবাদ আদান–প্রদান ও পেশাগত নিরাপত্তা রক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ বিষয়ে পর্যবেক্ষকরা মনে করছেন — এটি দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ইতিহাসে এক অভূতপূর্ব সহযোগিতা মডেল, যা ভবিষ্যতে আন্তর্জাতিক সাংবাদিকতা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
একই সময়ে, আন্তর্জাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সচিব সমরেশ রায় (ভারত) ভিডিও কনফারেন্সে বলেন —“বিশ্বব্যাপী সাংবাদিকতার মান উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আমরা আন্তর্জাতিক প্রেসক্লাবের আহবায়ক আওরঙ্গজেব কামালের নেতৃত্বে একত্রে কাজ করছি। আমরা চাই বিশ্বব্যাপী সাংবাদিক সেতুবন্ধন গড়ে উঠুক। এ সময় তিনি পাকিস্তানের মিয়ান ইশতিয়াক আলীকে অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক সাংবাদিক ঐক্যের বার্তা দেন। এ সময় আরও বক্তব্য রাখেন — আন্তর্জাতিক প্রেসক্লাবের আহবায়ক সদস্য শম্পা দাস (ভারত), আলহাজ মোঃ সোহাগ (সৌদি আরব), শুভেন্দু রায় (নেপাল), মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. হরিদাস বিশ্বাস (বাংলাদেশ) প্রমুখ। উল্লেখ্য, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যেখানে ঢাকা প্রেসক্লাব ফেডারেশন ও ঢাকা প্রেসক্লাব এই সম্মাননা একে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন — এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানসহ সমগ্র দক্ষিণ এশিয়ার সাংবাদিক সমাজে সহযোগিতা, শান্তি ও ইতিবাচক সাংবাদিকতার নতুন পথ খুলে দেবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.