
বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ
বিশ্বব্যাপী কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মিলিত প্রয়াসে মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইন্টারন্যাশনাল রেমিট্যান্স ওয়ারিয়র্স ফাউন্ডেশন। সংগঠনটির প্রেসিডেন্ট ফারুক চৌধুরী ও জেনারেল সেক্রেটারি এম এ রউফ–এর দক্ষ, স্বচ্ছ ও দূরদর্শী নেতৃত্বে ফাউন্ডেশনটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা ও সুনাম অর্জন করেছে।
বিশ্বের প্রায় ১৯৫টি দেশের রেমিট্যান্স যোদ্ধাদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি একটি ব্যতিক্রমী ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রবাসীদের ঘামঝরা পরিশ্রমে অর্জিত রেমিট্যান্সকে কেবল অর্থনৈতিক প্রবাহে সীমাবদ্ধ না রেখে মানবকল্যাণে কাজে লাগানোর যে মহৎ দর্শন—তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল রেমিট্যান্স ওয়ারিয়র্স ফাউন্ডেশন।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা কার্যক্রম, এতিম ও দুস্থ পরিবারের জন্য সহানুভূতিশীল কর্মসূচি গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ। এসব মানবিক কর্মকাণ্ডে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, যা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছে।
এ বিষয়ে সংগঠনটির প্রেসিডেন্ট ফারুক চৌধুরী বলেন,
“রেমিট্যান্স যোদ্ধারা শুধু নিজ নিজ দেশের অর্থনীতির চালিকাশক্তি নন, তারা মানবিক সমাজ গঠনেরও অন্যতম প্রধান শক্তি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের মানবসেবার বন্ধনে একত্রিত করাই আমাদের লক্ষ্য।”
জেনারেল সেক্রেটারি এম এ রউফ জানান,
“১৯৫টি দেশের প্রতিনিধিত্ব নিয়ে মানবতার জন্য কাজ করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে ঐক্য, স্বচ্ছতা ও আন্তরিকতার মাধ্যমে আমরা একটি কার্যকর আন্তর্জাতিক মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সক্ষম হয়েছি।”
মানবসেবাকে কেন্দ্র করে এমন আন্তর্জাতিক পরিসরের সংগঠনের কার্যক্রম শুধু প্রবাসী সমাজেই নয়, দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও উন্নয়নমূলক সংগঠনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। সংশ্লিষ্ট মহলের বিশ্লেষকদের মতে, ইন্টারন্যাশনাল রেমিট্যান্স ওয়ারিয়র্স ফাউন্ডেশন অদূর ভবিষ্যতে বৈশ্বিক মানবিক আন্দোলনের একটি শক্তিশালী ও অনুকরণীয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.