সুবাস চন্দ্র,
বিশেষ প্রতিনিধি(নওগাঁ)ঃ
আজ ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার ‘প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে দেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ। গৌরব উজ্বল ইতিহাস-ঐতিহ্যধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎড়াই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে এবং আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে।
তারই ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাকবাংলো ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও কেক কেটে আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগের লীগের সভাপতি আবু খালেদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোয় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুকমল কর্মকার, আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শামীনুর রহমান (চিকন আলী)সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.