মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধি ঃ
আজ লামায় রিকশা চালক শ্রমিক এর নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান , লামা রিক্সা চালক সমিতির উপদেষ্টা জনাব আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি, লামা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খান।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় লামা রিক্সা চালক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত।
মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধি ঃ-
বান্দরবানের লামা উপজেলায় রিক্সা চালকদের অধিকার ও স্বার্থ রক্ষায় গঠিত লামা রিক্সা চালক সমবায় সমিতি'র নতুন কমিটি গঠনের জন্য আজ অনুষ্ঠিত হলো বার্ষিক নির্বাচন। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ নির্বাচনে রিক্সাচালকসহ স্থানীয়রা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেন।
আরও পড়ুনঃ যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে চাঁদাবাজ যুবদলনেতা মুশফিকুর রহমান ফাহিম হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে
উৎসাহজনক অংশগ্রহণ শতাধিক সদস্য ভোটার তালিকায় নিবন্ধিত হয়ে প্রার্থীদের মধ্যে থেকে পছন্দের নেতৃত্ব বেছে নেন।
প্রার্থীদের প্রতিযোগিতা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ছিল বলেই জানান ভোটাররা।
সমিতির উপদেষ্টা বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানির সার্বিক সহযোগিতায় এই সমিতি সুসংগঠিত হয় তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের আয়োজন করা করাহয়।
আইয়ুব আলী কোম্পানির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নতুন কমিটি গঠিত হলে আমাদের ভাড়া নিয়ন্ত্রণ, রিক্সা স্ট্যান্ডের ব্যবস্থাপনা এবং চিকিৎসা সহায়তা পেতে সুফল মিলবে।এই নির্বাচন রিক্সাচালকদের ঐক্য ও উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরো বলেন, নতুন কমিটি রিক্সাচালকদের জন্য বীমা সুবিধা, ঋণ সহায়তা এবং যানজট নিরসনে সমন্বিত নীতি প্রণয়নে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের বক্তব্যে একজন বলেন, লামার রিক্সাচালকদের এই গণতান্ত্রিক উদ্যোগ স্থানীয় সমবায় আন্দোলনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.