এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি):
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়। অগ্নিকান্ডের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবকসহ বিপুল পরিমান উৎসুক জনতার ভীড় জমে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৪
খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন হাসপাতালে ছুটে যান এবং শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার সায়েন্স ল্যাবে আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহনের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীরা একটি প্রজেক্ট তৈরী করার সময় মাল্টিপ্লাগের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে হঠাৎ করে বিকট শব্দ হলে উপস্থিত শিক্ষার্থীরা আগুন লেগে গেছে মনে করে আতঙ্কে সিড়ি দিয়ে নামতে শুরু করে ।
এ সময় অন্যান্য শিক্ষার্থীরাও আতঙ্কে তাদের পেছন পেছন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ১১ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থীরা হলো, আমেনা জাহান আরিশা (৮ম), সোহামণি ইতি (৬ষ্ঠ), তাসনোভা ইসরাত (৭ম),
মাকিয়া আক্তার লামিয়া (৮ম), ফারিয়া সুলতানা (৮ম), তানজিনা আক্তার (৭ম), নোহা ইসলাম (৮ম), কলি-(৮ম), আরিফা (৮ম), রুহান (৭ম), ফাতেমা আক্তার মীম (৭ম)। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য রুহানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহত শিক্ষার্থী সোহামণি ইতি ও ফাতেমা আক্তার মীম জানায়, আগুন লেগেছে শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী আকাশ বলে, “সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্ট তৈরী করার সময় মাল্টিপ্লাগের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে হঠাৎ করে বিকট শব্দে আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছি।
ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক কেশব দেবনাথ জানান, কিছু হয়নি বলার পরও শিক্ষার্থীরা আমাকে ধাক্কা মেরেই রুম থেকে বের হয়ে যায়। পরে নামতে গিয়ে যারা ব্যথা পেয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিদ্যালয়ে ইংরেজির শিক্ষিকা মাহমুদা আক্তার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতির সময় মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ শুনেই তারা আতঙ্কে রুম থেকে আগুন আগুন বলে চিৎকার করে দৌঁড়াতে থাকে।
আরও পড়ুনঃ *নিজের উপর নির্ভরতা বনাম আল্লাহর উপর নির্ভরতা: একটি ইসলামী দৃষ্টিভঙ্গি*
এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইমুল হুদা জানান, বাচ্চারা আতঙ্কিত হয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ভয়ে একটি ছেলের শ^াসকষ্ট দেখা দেয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে তারা বাসায় চলে যেতে পারবে।
এদিকে এ ঘটনার খবর গোটা শহরে ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও হাসপাতালে সাধারণ মানুষের ভীড় জমে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কতজন আহত হয়েছে এর সঠিক সংখ্যা এখন বলতে পারবোনা।
এ ব্যাপারে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম জানান, মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ থেকে আতঙ্কে সিড়ি দিয়ে নামতে গিয়ে কিছু শিক্ষার্থী ব্যাথা পেয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, আগুন লাগার কথা শুনে আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই আশঙ্কামুক্ত।
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কারও গাফিলতি পেলে শাস্তি দেয়ার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.