নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেনঃ
রাজধানীর পুরানা পল্টন মোড়ের ট্রপিখানা টাওয়ার ফেনী সমিতি হলরুমে দিনব্যাপী “মানবাধিকার সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম এবং উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী, অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন, আল-আমিন শাওন, পরিচালক (অর্থ) খন্দকার তারিকুল ইসলাম, মোঃ সামসুদ্দিন, বেলাল হোসেন। সঞ্চালনায় ছিলেন পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন নিরব ও সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা।
আরও পড়ুনঃ জলঢাকায় গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য দোয়া ও মিলাদ মাহফিল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, উপদেষ্টা মেজবাহ উদ্দিনসহ সংগঠনের উচ্চপদস্থ নেতৃবৃন্দ।
কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা লোকমান সাইফি। প্রশিক্ষণ পরিচালনা করেন সাংবাদিক ও গবেষক গাজী আনোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এম এ মোহিত এবং প্রশিক্ষণ পরিচালক ড. এজেডএম মাইনুল ইসলাম পলাশ।
মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ড. শাহজাহান মজুমদার সম্মানিত অতিথিদের ক্রেস্ট এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের সনদপত্র তুলে দেন। এছাড়া মোঃ মোশাররফ হোসেন ও মোঃ শাহীনকে স্থায়ী সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ‘প্রশিক্ষণ মেডেল-২০২৫’ প্রদান করা হয়।
বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনায় কর্মীরা গান পরিবেশন করেন। এসময় বগুড়া জেলা কমিটির পক্ষ থেকেও সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.