শোয়েব হোসেন , স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মাধবদী পৌরসভায় হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সড়ক ও মহাসড়ক থেকে টোল আদায় অব্যাহত রয়েছে। এতে করে আদালতের নির্দেশনার প্রতি চরম অবহেলার অভিযোগ উঠেছে পৌর প্রশাসনের বিরুদ্ধে।
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ অনুযায়ী, হাইকোর্ট বিভাগ ২১ এপ্রিল ২০২২ তারিখে একটি আদেশ জারি করেন যাতে বলা হয়—টার্মিনাল ছাড়া দেশের কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং তা বন্ধ করতে হবে। এ নির্দেশ বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।
আরও পড়ুনঃ আসামে বাঙালি হিন্দু-মুসলমানকে বাংলাদেশি অপবাদ দিয়ে বিতাড়নের চেষ্টা
তবে হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও মাধবদী পৌরসভা টোল আদায় বন্ধ করেনি। বরং স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় বৈধতার মুখোশে চলছে চাঁদাবাজির মতো টোল সংগ্রহ কার্যক্রম। পৌর প্রশাসক ও সদর উপজেলার ইউএনও আসমা জাহান এই টোল আদায়কে বৈধ বলায় নাগরিক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ৪৫ লাখ টাকার টেন্ডারের আওতায় সিএনজি চালিত অটোরিকশা থেকে নির্ধারিত ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। অতিরিক্ত ১০ টাকার এই অর্থ কোথায় যাচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন সংশ্লিষ্টরা।
এছাড়াও, পৌরবাসীদের অভিযোগ, তারা নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর পরিশোধ করলেও ময়লা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক মেরামত ও নাগরিক সেবায় চরম অব্যবস্থাপনা ও ঘাটতি রয়েছে।
সচেতন নাগরিক সমাজ বলছেন, "আদালতের রায় উপেক্ষা করে পৌর এলাকায় টোল আদায় চলতে থাকলে তা শুধু আইন লঙ্ঘন নয়, প্রশাসনিক প্রশ্রয়ের স্পষ্ট ইঙ্গিত বহন করে।"
এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা এবং অবিলম্বে বিষয়টি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.