সোহরাব হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি-
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফৌজিয়া নিশাত তাসনিম (প্রিয়ন্তী) অসাধারণ ফলাফল অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন গোল্ডেন এ প্লাস।
তাঁর এই সাফল্যে গর্বিত হয়েছে শুধু পরিবার নয়, পুরো সাতক্ষীরা শহর।প্রিয়ন্তী সাতক্ষীরা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবা অ্যাডভোকেট এম শাহ আলম একজন প্রথিতযশা আইনজীবী এবং বর্তমানে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি। তাঁর মা ফেরদৌসী সুলতানাও একজন পেশাদার আইনজীবী।
সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রিয়ন্তী বলেন, “এই ফলাফলের জন্য আমি আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং আমার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমার মা-বাবা আমার জন্য সবসময় নিরলস পরিশ্রম করেছেন।”ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রিয়ন্তী জানান, “আমি একজন মানবিক ডাক্তার হতে চাই, যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
আরও পড়ুনঃ লামায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
ইনশাআল্লাহ, সবার দোয়া ও সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করবো।”প্রিয়ন্তীর এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবরে পরিবার, আত্মীয়স্বজন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন। আইনজীবী সমিতির ভবনে গতকাল মিষ্টিমুখ করানো হয়েছে আইনজীবী বিচারকসহ বিচারপ্রার্থীদের অনেকের।
তাঁরা সকলেই প্রিয়ন্তীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। প্রতিবছরই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.