অভিনব কৌশলে ইয়াবা পাচার, পাকস্থলীতে ৩২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার চট্টগ্রামের মাদক ব্যবসায়ী
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
অভিনব কৌশলেও শেষ রক্ষা হলো না চট্টগ্রামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর। পাকস্থলির ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করেও ধরা খেলো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।
মঙ্গলবার ( ৭ অক্টোবর ) এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।
জানা যায়, গত ৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ রাত ৭টা ৩০ মিনিটে, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে সুধারাম মডেল থানা পুলিশ নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কৌশলী মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামী জানায়, চট্টগ্রামের চন্দ্রনাইশ থানার দোহাজারি এলাকা থেকে বিশেষ কৌশলে নিজের পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীতে আসে। সন্দেহ হলে তাকে নোয়াখালী মর্ডান হাসপাতালে এক্সরে করানো হয়। সেখানে তার পাকস্থলীর ভেতর ডিম্বাকার বস্তুর অস্তিত্ব মেলে।
পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকদের সহায়তায় তাকে মলত্যাগ করানো হলে পাকস্থলী থেকে ৬৪টি ডিম্বাকার প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে ৫০ পিস করে মোট ৩২০০ (তিন হাজার দুইশত) ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে। সে মূলত ময়মনসিংহ জেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের চন্দ্রনাইশ এলাকায় বসবাস করে আসছে।
পুলিশ আরো জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.