এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি):
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ড ও ফুটপাতের অবৈধ দখলবাজদেরকে উচ্ছেদ করেছে করা হয়েছে।
এ সময় বিভিন্ন অবৈধ দখলবাজকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার ১৮ আগষ্ট বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া শহরের পুরাতন জেল রোড ও কুমারশীল মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেল রোড ও কুমারশীল মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত প্রথমেই জেলরোডে অবস্থিত অবৈধভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটোরিকসা স্ট্যান্ড উচ্ছেদ করে।
পরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি এ্যাম্বুলেন্সকে ১ হাজার টাকা, লোকনাথ উদ্যানের (ট্যাংকের পাড়) সামনে রাস্তায় ভ্যান রেখে ফলের ব্যবসা করা এক দোকানীকে ৫শত টাকা,
কুমারশীল মোড় এলাকায় ফুটপাতে ইট রাখার দায়ে ৩ হাজার টাকা এবং সেখানকার আমিন কমপ্লেক্স ভবনের নিচে ফুটপাত দখল করে বড় বড় বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রাখার দায়ে সিলিন্ডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুনঃ মধুপুরে শ্রেষ্ঠ মৎস চাষী হলেন শাহজাহান আলী
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, শহরের সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। অযাচিতভাবে এগুলো দখল করলে জনভোগান্তি বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি হয়।
তাই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার বিকেলে অভিযান জেল রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.