বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক, মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান এবং গ্লোবাল নিউজ এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোহাগকে হাত পা বাধা অবস্থায় পটুয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১ জুন) নিতাইগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে গাড়িসহ অপহৃত হন সোহাগ।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ রোববার রাতে নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হলে আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়।
এমন উৎকন্ঠার পর আজ সোমবার (২ জুন) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করা হয় মোহাম্মদ সোহাগকে। উদ্ধরে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, আজ ভোর ৬টার দিকে দুইটি গাড়ী দেখতে পান তারা। গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলো। কাছে গিয়ে দেখতে পায় হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায় এই লোককে।
পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহাম্মদ সোহাগকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সোহাগ বলেন, ‘বাসায় ফেরার পথে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাৎ করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।
’বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে ব্যবসায়ী সোহাগকে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এমন ঘটনায় বলেন, ব্যবসায়ীকে উদ্দার করতে আমরা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত শুরু করি। অপহৃত দল ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী ফেলে যায়।
সেখানে প্রাইভেট কারে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে দেখে স্থানীয়রা পুলিশকে তথ্য জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় জড়িতদের আটক করতে আমরা কাজ করছি এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.