আল রাইয়ান ইসলাম, মিশরঃ
স্মৃতিতে অম্লান এক মানুষ, যিনি ছিলেন জ্ঞান, চরিত্র ও ভালোবাসার মূর্ত প্রতীক।ইহজগৎ থেকে চিরবিদায় নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় চাচা, অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা রহ.। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গ্রামের ধোঁয়াটে এক সকালের স্মৃতি আজও হৃদয়ে গাঁথা— কুয়াশার চাদরে মোড়া সেই ভোরে পাশের গ্রাম থেকে ওয়াজ শেষ করে ফিরছিলেন তিনি। আব্বুর হাত ধরে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাঁশের খুঁটির ছোট্ট চায়ের দোকানে বসে কাকা বলেছিলেন, “এক কাপ রং চা দিবেন, আদা একটু বেশি, চিনি কম।”
চায়ের কাপ হাতে নিতে গিয়ে শিশু মনে প্রথমবারের মতো গরমের যন্ত্রণা অনুভব করেছিলাম। কষ্ট লুকোতে না পারলেও, কাকার মমতাময় চোখ, ধৈর্যশীল ভঙ্গি, আর শেখানোর সেই ভঙ্গিমা— আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। তিনি বলেছিলেন,
“এইভাবে না বাবা… ধীরে ধীরে, বুঝে শুনে খেতে হয়— তখন আর গরম লাগবে না।”
আরও পড়ুনঃ মাদকবিরোধী দিবসে কুমিল্লা সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা
সেই এক কাপ চায়ের সঙ্গে মিশে গিয়েছিল জীবনের মূল্যবান শিক্ষা— জীবনও অনেকটা গরম চায়ের মতো, উত্তপ্ত ও কঠিন। তবে ধৈর্য, সংযম ও সহনশীলতা থাকলে সেই তাপের মাঝেও পাওয়া যায় প্রশান্তি আর স্বস্তির স্বাদ।
আজ তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন চিরশান্তির পথে। কিন্তু তাঁর রেখে যাওয়া শিক্ষাগুলো, ভালোবাসার স্পর্শ, আর মানবিকতার ছাপ চিরকাল রয়ে যাবে আমাদের হৃদয়ে।
মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
শ্রদ্ধাঞ্জলি প্রেরণকারী:
মুহাম্মদ আম্মার হোসাইন
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.