
নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরবাসীকে
ডালিম কুমার দাস টিটু : প্রফেসর ডাঃ সালাহউদ্দিন জন্ম চট্টগ্রামে হলেও লক্ষ্মীপুরের লাখো মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ সময় থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। লক্ষ্মীপুর জেলার মানুষের কাছে ডাঃ সালাহউদ্দিন নামটি খুবই পরিচিত এবং প্রিয় একটি নাম। গুনি এই চিকিৎসকের জন্ম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রাম জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার এলাকাবাসীর তথ্যমতে প্রাইমারি শিক্ষা জীবন থেকেই ছিলেন মেধাবী ও মানবসেবী। একটু নিরব প্রকৃতির । তাইতো বড় হয়ে সাধারণ মানুষদের খুব কাছে থেকে সেবা দিতে, হলেন চিকিৎসক। একটি লো- রির্সোট উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ গুলোকে দিয়ে যাচ্ছেন নিরন্তর সেবা। শিক্ষা জীবনে তিনি সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করেন । এরপর শুরু হয় ইন্টার্নি। তারপর উচ্চ শিক্ষার জন্য দেশের গন্ডি ফেরিয়ে বিদেশে। ২০১১ সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করেন তিনি। আসার পর থেকেই তৎকালীন মেডি কমপ্লেক্স তার প্রথম প্রাইভেট চেম্বার। তার পরবর্তী সময় স্বত্বাধিকারী পরিবর্তন হওয়ার পর নিউ মেডিকমপ্লেক্সই তার প্রাইভেট চেম্বার। এই প্রতিষ্ঠানটির সকল মালিক স্টাফ এবং প্রফেসর ডাঃ সালাহউদ্দিন সবাই যেন একই সুতায় গাঁথা। মনে হয় যেন একটি পরিবার। এখানে নেই কোন বৈষম্য নেই, কোন হিংসা নেই, নেই কোন অহংকার। এই প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাপক সুনাম। তবে প্রতিষ্ঠানটির সীমিত জায়গার কারনে রোগীদের অভিযোগ অনুযোগ থাকে। দ্রুত তারা প্রতিষ্ঠানটিকে আরো বড় পরিসরে নিবে এমনটাই প্রত্যাসা করেন সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুরে এসে তিনি জুনিয়র কনসালটেন্ট থেকে সিনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেলেন, এরপর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুরের লাখো মানুষকে নিরবতায় ফেলে চলে গেলেন সমুদ্র কন্যার দেশ কক্সবাজার। হতাসায় পড়ে যায় লক্ষ্মীপুরের সাধারণ জনগন। কিন্তু সরকারি চাকরিতো বদলির চাকরি। নিয়মের গতিতে হাঁটতে হয়। তারপরও লক্ষ্মীপুরের মানুষকে ভালোবেসে তাদের সেবার কথা চিন্তা করে সপ্তাহে ২ দিন এসে চেম্বার করেন। সেই দিক থেকে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাম্প্রতি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন এই চিকিৎসক। তার পদোন্নতির খবর লক্ষ্মীপুরসহ সারাদেশে ছড়িয়ে পড়লে রোগীসহ সাধারণ মানুষের মাঝে উচ্ছাস দেখা যায়।বিভিন্ন জায়গা থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ শুভকামনা জানানো হয়। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এই চিকিৎসক।
লক্ষ্মীপুরের সনামধন্য প্রতিষ্ঠান মেডি কমপ্লেক্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমডি তোফাজ্জল হোসেন, লিটন, কামাল হোসেন, সজল দাস, রোবেল দাস এবং স্বপন। এভাবেই ভালোবাসার বন্ধন অটুট রেখে লক্ষ্মীপুরের রোগীদের সাস্থ্য সেবা নিশ্চিত করতে তাদের পাশে থেকে সেবা দিবেন ডাঃ সালাহউদ্দিন এমনটাই প্রত্যাসা সাধারণ মানুষের।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.